একজনকে চিঠি দিয়ে ১০ জনকে হুমকি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের প্রাধ্যক্ষ (প্রভোস্ট) অসীম সরকারকে চিঠি দিয়ে তিনিসহ ১০ জনকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। ‘আল-কায়েদা এ আনসারউল্লাহ বাংলা টিম ১৩’ পরিচয়ে পাঠানো চিঠিটিতে তাদের ইসলামবিরোধী আখ্যা দেওয়া হয়েছে।
চিঠিতে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আরেফিন সিদ্দিক, একই বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক কাবেরী গায়েন, জগন্নাথ হলের প্রভোস্ট অসীম সরকার, সংসদ সদস্য তারানা হালিম ও ইকবালুর রহিম এবং গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারকে হত্যার হুমকি দেওয়া হয়েছে।
এ ছাড়া এ তালিকায় বিকাশ সাহা ও পল্টন সুতার নামের আরো দুই ব্যক্তির নাম উল্লেখ আছে। তবে তাঁদের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।
এ বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু বকর সিদ্দিক আজ বৃহস্পতিবার দুপুরে এনটিভি অনলাইনকে বলেন, গতকাল (বুধবার) সন্ধ্যা ৬টা ৫ মিনিটের দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের প্রভোস্ট অসীম সরকার শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। তাতে তিনি গতকাল দুপুর ২টার দিকে তাঁর কাছে ‘আল-কায়েদা এ আনসারউল্লাহ বাংলা টিম ১৩’ পরিচয়ে একটি চিঠি আসে বলে উল্লেখ করেন। চিঠিতে তিনিসহ ১০ জনের নাম উল্লেখ করে হত্যা হুমকি দেওয়া হয়। চিঠিটি একমাত্র অসীম সরকারের কাছেই গেছে এবং সেই চিঠিতে অন্যদের নাম উল্লেখ আছে।’
এ বিষয়ে পুলিশের পদক্ষেপ সম্পর্কে জানতে চাইলে ওসি বলেন, ‘বিষয়টিকে আমরা বেশ গুরুত্বসহকারে দেখছি। ইতোমধ্যেই আজ সকালে চিঠি ও এর খামের কপিসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে আবেদন করেছি। বিশেষ করে পুলিশের বিশেষায়িত সংস্থা ডিবিকে এ বিষয়ে নিয়োজিত করার জন্য আবেদন করেছি।’
‘তবে খামের ওপর সিল অস্পষ্ট থাকায় এটা ঠিক কোন স্থান থেকে পোস্ট করা হয়েছে তা জানা যায়নি, তবে চিঠিটি ঢাকার জিপিও থেকে ডিস্ট্রিবিউট করা হয়েছে,’ যোগ করেন ওসি।
ইংরেজিতে লেখা সেই চিঠিতে বলা হয়েছে, তোমাদের অবশ্যই মৃত্যুর জন্য প্রস্তুত হতে হবে।
এ ছাড়া প্রত্যেকের নামের পাশে তাদেরকে নানা অভিধায় অভিহিত করা হয়েছে। অধ্যাপক অসীম সরকারে নামের পাশে ইংরেজি অক্ষরে লেখা আছে ‘হিন্দু মৌলবাদী’।
এইচ টি ইমামের নামের পাশে তাঁকে বর্ণনা করা হয়েছে ‘অ্যান্টি ইসলাম অ্যাডভাইজর বা ইসলামবিরোধী উপদেষ্টা’ হিসেবে। এভাবে সবার নামের পাশেই একটি করে বর্ণনা দেওয়া আছে।
ব্লগার অভিজিত রায় হত্যাকাণ্ডের জন্য পুলিশ ‘আনসারউল্লাহ বাংলা টিম’ নামের একটি উগ্রপন্থী সংগঠনকে সন্দেহ করছে। এই একই গোষ্ঠী এ ১০ জনকে হত্যার হুমকি দিয়ে চিঠি দিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।