রাষ্ট্রদূতের ব্যাগ চুরি, দুজন রিমান্ডে
নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত লিওনি মার্গারেথা কুয়েলিনারির ব্যাগ চুরির ঘটনায় রুবেল হাওলাদার ও শাওনের একদিনের রিমান্ড দিয়েছেন আদালত।
আজ বৃহস্পতিবার ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক বাহাউদ্দিন ফারুকী আসামি দুজনকে হাজির করে রিমান্ডে নেওয়ার আবেদন করেন। ঢাকা মহানগর হাকিম সাদবীর ইয়াসির আহসান চৌধুরী একদিনের রিমান্ডের আদেশ দেন।
গত সোমবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে আলোকচিত্র প্রদর্শনী ‘ফ্রিডম’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত লিওনি মার্গারেথা কুয়েলিনারি।
সেখানেই তাঁর হাতব্যাগটি চুরি হয়। পরে গত বুধবার চুরিকৃত ব্যাগটিতে থাকা মোবাইল ফোন বসুন্ধরা সিটির এক দোকানে বিক্রি করে দেন রুবেল। পরে সেখান থেকে চুরি যাওয়া ব্যাগটি উদ্ধার করে পুলিশ। চুরির মোবাইল কেনায় দোকানের মালিককেও গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় শাহবাগ থানায় দণ্ডবিধির ৩৭৯ ধারায় চুরির অভিযোগ এনে মামলা করা হয়।