অভিযুক্ত রেলওয়ে প্রকৌশলীর জামিন
রাজধানীর শাহজাহানপুরে একটি পরিত্যক্ত ও অরক্ষিত পাইপে পড়ে শিশু জিহাদ নিহত হওয়ার ঘটনায় করা মামলায় বাংলাদেশ রেলওয়ের জ্যেষ্ঠ উপসহকারী প্রকৌশলী জাহাঙ্গীর আলমকে জামিন দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ঢাকা মহানগর হাকিম অশোক কুমার দত্তের আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত পাঁচ হাজার টাকা মুচলেকায় তাঁর জামিন মঞ্জুর করেন।
জাহাঙ্গীর আলমের আইনজীবী আশরাফ-উল আলম এনটিভি অনলাইনকে বলেন, ‘আসামি ঘটনার সময় চট্টগ্রামে কর্মরত ছিলেন। তাঁকে উদ্দেশ্যমূলকভাবে আসামি করা হয়েছে এবং চার্জশিটভুক্ত করা হয়। বাদী নিজেই আজ আসামিকে জামিনের ব্যবস্থা করতে আদালতে এসেছেন। এ কারণে তিনি জামিনের শুনানির সময় কোনো বিরোধিতা করেননি।’ পরে আদালত শুনানি শেষে তাঁর জামিন মঞ্জুর করেন।
এর আগে ৭ এপ্রিল এ মামলায় দুজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ। তাঁরা হলেন এআর ট্রেডার্সের মালিক ও রেলওয়ের ঠিকাদার আবদুস সালাম এবং রেলওয়ের জ্যেষ্ঠ উপসহকারী প্রকৌশলী জাহাঙ্গীর আলম।
ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এ অভিযোগপত্র জমা দেন শাহজাহানপুর থানার পরিদর্শক ও এ মামলার তদন্ত কর্মকর্তা আবু জাফর।
২০১৪ সালের ২৭ ডিসেম্বর শাহজাহানপুর রেলওয়ে কলোনির পানির পাম্পের একটি পরিত্যক্ত ৬০ ফুট গভীর পাইপে পড়ে মারা যায় চার বছর বয়সী শিশু জিহাদ। পাইপের ভেতরে পড়ে যাওয়ার পর ২৩ ঘণ্টা চেষ্টা করে ২৮ ডিসেম্বর জিহাদের মরদেহ উদ্ধার করা হয়।
এর পরে জিহাদের বাবা নাসির ফকির বাদী হয়ে দায়িত্ব পালনে অবহেলার অভিযোগ এনে আবদুস সালাম ও জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে মামলা করেন।
গত ৮ মার্চ আবদুস সালামের জামিন আবেদন নামঞ্জুর করে তাঁকে আদালতে পাঠানোর নির্দেশ দেন ঢাকার একটি আদালত। পরে ২৬ এপ্রিল জামিনে মুক্ত হন তিনি।