চ্যালেঞ্জ মোকাবিলায় নারীদের অগ্রণী হতে হবে : তথ্যমন্ত্রী
বর্তমান বিশ্বে বিরাজমান নতুন নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় নারীদের আরো বেশি পরিশ্রম ও দেশপ্রেমিক হয়ে কাজ করার ওপর গুরুত্বারোপ করেছেন তথ্যমন্ত্রী হাসানুল ইনু। গুণগতমান সম্পন্ন নারীশিক্ষার প্রসারে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনও একই কাজ করছে বলে মনে করেন তথ্যমন্ত্রী।
আজ বৃহস্পতিবার সকালে বন্দরনগরী একটি মিলনায়তনে চট্টগ্রাম এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের তৃতীয় সমাবর্তন অনুষ্ঠানে তথ্যমন্ত্রী এসব কথা বলেন। অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত আমেরিকান রাষ্টদূত স্টিফেন ব্লুম বার্নিকাট, এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের চ্যান্সেলর চেরি ব্লেয়ার, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. ফাহিমা আজিজ, প্রতিষ্ঠানের ট্রাস্টি কাপিল জেইন ও শিক্ষার্থী জাহারা জামিলা ইকরা বক্তব্য রাখেন।
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, উন্নত শিক্ষা নারীদের নিজেদের পথ চলতে শুধু সাহায্য করবে না, আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়নের পাশাপাশি নারীদের নেতৃত্ব গঠনে সহায়ক হবে। তবে সরকার জনগণের জীবনমান উন্নয়নে বিশেষ করে নারীদের ক্ষমতায়নে কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেন তিনি।
তথ্যমন্ত্রী বলেন, এ দিনটি শিক্ষার্থীদের জন্য শ্রেষ্ঠ দিন। দীর্ঘদিনের জ্ঞান সাধনার পর আজ তোমরা পরিপূর্ণ। এ অর্জিত জ্ঞানকে কাজে লাগিয়ে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।
বাংলাদেশে নিযুক্ত আমেরিকান রাষ্ট্রদূত বার্নিকাট মনে করেন, অধ্যবসায় ও পরিশ্রমের কারণে এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এশিয়াসহ বিশ্বব্যাপী নেতৃত্ব দিতে সক্ষম হবে। এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন অল্প সময়ের মধ্যে চৌকস, মেধাবী নেতৃত্ব দেওয়ার মতো তরুণ-প্রজন্ম সৃষ্টি করছে, যা বিশ্বের মধ্যে অনন্য স্থান করে নিয়েছে।
সমাবর্তন অনুষ্ঠানে ১২টি দেশের ১১৫ জন শিক্ষার্থীর হাতে সনদ তুলে দেওয়া হয়।