বান্দরবানে আগ্নেয়াস্ত্রসহ যুবক গ্রেপ্তার
বান্দরবানে আগ্নেয়াস্ত্রসহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শুক্রবার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়।
আজ শনিবার দুপুরে অস্ত্র আইনের মামলায় আদালতের নির্দেশে ওই যুবককে জেলহাজতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার যুবকের নাম মোহাম্মদ খোকন (৩০)। বান্দরবান সদর থানায় করা অস্ত্র আইনের মামলায় তাঁকে জেলহাজতে পাঠানো হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বান্দরবানের সদর উপজেলার সূয়ালক ইউনিয়নের কদুখোলা এলাকায় অভিযান চালিয়ে একটি রাইফেলসহ খোকনকে গ্রেপ্তার করা হয়।
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিক উল্লাহ জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে গতকাল রাতে কদুখোলায় অভিযান চালানো হয়। অভিযানে গোয়ালঘর থেকে একটি এলজি রাইফেলসহ খোকনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর অস্ত্র আইনের মামলায় শনিবার তাঁকে আদালতে হাজির করা হয়। পরে আদালত তাঁকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।