লক্ষ্মীপুরে প্রবাসীর বাড়িতে হামলা, আহত ৫
লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানার পূর্ব মান্দারী গ্রামে এক প্রবাসীর বাড়িতে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এতে নারী ও শিশুসহ পাঁচজন আহত হয়েছেন।
গতকাল সোমবার রাত সাড়ে ১০টার দিকে প্রবাসী শাহজাহানের বাড়িতে এ হামলা হয়।
হামলা করে বাড়িতে ভাঙচুর, লুটপাটও চালায় দুর্বৃত্তরা।
এ ঘটনায় রিপন নামের একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় লোকজন। তিনি চন্দ্রগঞ্জের রামকৃষ্ণপুর গ্রামের বাসিন্দা।
হামলায় আহত ব্যক্তিরা হলেন শাহজাহানের স্ত্রী, মেয়ে খাদিজা ও নার্গিস আক্তার, আত্মীয় মো. মালেক ও প্রতিবেশী দ্বীন মোহাম্মদ। তাঁদের মধ্যে তিনজনকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ক্ষতিগ্রস্ত পরিবার ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা যায়, জমিসংক্রান্ত বিরোধ নিয়ে গতকাল বিকেলে প্রবাসী শাহজাহানের সঙ্গে তাঁর ভাই আলমগীরের বাকবিতণ্ডা হয়। এ ঘটনার জেরে রাতে আলমগীরের ছেলে রাসেলের নেতৃত্বে একদল ভাড়াটে সন্ত্রাসী শাহজাহানের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়। এতে বাধা দিলে হামলাকারীরা বাড়ির লোকজনকে মারধর করে। এ সময় স্থানীয় লোকজনের প্রতিরোধের মুখে দুর্বৃত্তরা পালিয়ে যায়। তবে তাদের বহন করা সিএনজিচালিত অটোরিকশাচালক রিপনকে আটক করে স্থানীয় লোকজন।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান বলেন, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে যায়। এ ব্যাপারে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।