ফরিদুর রেজা সাগরের বিরুদ্ধে প্রমাণ আছে : মোজাম্মেল বাবু
তথ্য-প্রমাণের ভিত্তিতেই ফরিদুর রেজা সাগরকে নিয়ে মন্তব্য করা হয়েছে। চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) করা মামলার প্রতিক্রিয়ায় এ দাবি করলেন একাত্তর টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোজাম্মেল হক বাবু।
মোজাম্মেল বাবু এনটিভি অনলাইনকে বলেন, ‘যথেষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতেই ফরিদুর রেজা সাগরের বিরুদ্ধে এসব কথা বলা হয়েছে। এতে যদি তাঁর মানহানি হয়, তাহলে কিছু করার নেই।’
একটি অনুষ্ঠানে দেওয়া বক্তব্যের পরিপ্রেক্ষিতে চ্যানেল আইয়ের এমডি ফরিদুর রেজা সাগর গতকাল মঙ্গলবার একাত্তর টিভির মোজাম্মেল হক বাবু এবং এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমানের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির মামলা করেন।
মামলার আবেদনে বলা হয়, গত ১৩ নভেম্বর রাজধানীর ঢাকা ক্লাবে অনুষ্ঠিত ‘মিডিয়া ইউনিটি’র এক সভায় মাহফুজুর রহমান ও মোজাম্মেল হক বাবু চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগরকে উদ্দেশ করে অসৌজন্যমূলক বক্তব্য দেন।
আজ বুধবার মামলার ব্যাপারে জানতে চাইলে মোজাম্মেল বাবু এনটিভি অনলাইনকে বলেন, ‘আমরা ওই অনুষ্ঠানে প্রমাণসহ সব কাগজপত্র দেখিয়েছি। সব প্রমাণ উপস্থাপন করে দেখিয়েছি যে উনি (ফরিদুর রেজা সাগর) কীভাবে জড়িত। তথ্য মন্ত্রণালয়ের কাগজও আছে এতে। বিষয়গুলো প্রমাণ হোক। তারপর দেখব উনি কী বলেন।’
একাত্তর টিভির সিইও আরো বলেন, ‘আগামী কাল আমরা মিডিয়া ইউনিটির সদস্যরা বসব। সন্ধ্যা ৭টায় আনুষ্ঠানিক একটি জবাব সরাসরি টেলিভিশনে দেব।’