শালিখার ১০২ বিদ্যালয়ের শিক্ষার্থীরা পাবে দুপুরের খাবার

মাগুরার শালিখা উপজেলার ১০২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা এখন থেকে সপ্তাহের একদিন বিনামূল্যে দুপুরের খাবার পাবে। আজ বৃহস্পতিবার একযোগে ওই সব বিদ্যালয়ে মিড ডে মিল কর্মসূচি চালু করা হয়।
দুপুরে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার শালিখা উপজেলা পরিষদের মুক্তমঞ্চে আনুষ্ঠানিকভাবে এসব বিদ্যালয়ের মিড ডে মিল কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন।
শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোমিন উদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক খন্দকার আজিম আহম্মেদ, সিনিয়র অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার সুদর্শন রায় প্রমুখ।
পরে প্রতিমন্ত্রী আড়পাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে খাবার বিতরণের মধ্য দিয়ে মিড ডে মিল কার্যক্রমের উদ্বোধন করেন।
শালিখা উপজেলা পরিষদের তত্ত্বাবধানে ১০২টি প্রাথমিক বিদ্যালয়ের ১৭ হাজার ৫৩ জন ছাত্রছাত্রীর জন্য এ মিডডে মিল কার্যক্রম গ্রহণ করা হয়েছে। পরে এ অনুষ্ঠানে ধনেশ্বরগাতী ইউনিয়নকে ভিক্ষুকমুক্ত ইউনিয়ন ঘোষণা করা হয়।