ভাসমান মানুষদের উদ্ধারের দাবি
সাগরে ভাসমান অসহায় বাংলাদেশিদের উদ্ধার ও মানবপাচারকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে খুলনা নাগরিক অধিকার আন্দোলন। আজ শনিবার সকাল সাড়ে ১০টায় নগরীর পিকচার প্যালেস মোড়ে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধন চলাকালে খুলনা নাগরিক আন্দোলনের সভাপতি ড. কুদরাত-এ-খুদার সভাপতিত্বে বক্তব্য দেন শামীমা সুলতানা শিলু, অ্যাডভোকেট মমিনুল ইসলাম, সোহরাব হোসেন, মহেন্দ্রনাথ দাস, অ্যাডভোকেট অলোকা আনন্দ দাস, তারিকুল ইসলাম প্রমুখ।
মানববন্ধনে বক্তারা সাগরে ভাসমান বাংলাদেশিদের উদ্ধারে সরকারকে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানান।