কলেজশিক্ষক হত্যার বিচারের দাবিতে লক্ষ্মীপুরে মানববন্ধন
ময়মনসিংহের ফুলবাড়ীয়া ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আবুল কালাম আজাদ (৫৫) হত্যার বিচারের দাবিতে এবং সব বেসরকারি শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণের দাবিতে লক্ষ্মীপুরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
আজ মঙ্গলবার দুপুর ২টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। লক্ষ্মীপুর স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ), জেলা বেসরকারি কলেজ শিক্ষক সমিতি, বঙ্গবন্ধু শিক্ষক পরিষদ (বিএসপি) ও মাধ্যমিক শিক্ষক সমিতির যৌথ উদ্যোগে মানববন্ধন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন, বাংলাদেশ বেসরকারি শিক্ষক সমিতি লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি কফিল উদ্দিন, অধ্যক্ষ হেলাল উদ্দিন আহমেদ, অধ্যাপক এ কে এম মাহবুবুর রশীদ চৌধুরী, অধ্যক্ষ সাহাদাৎ হোসেন রিয়াজ, অধ্যক্ষ এ কে এম বোরহান উদ্দিন, অধ্যাপক কার্তিক সেনগুপ্ত, অধ্যাপক গাজী গিয়াস উদ্দিন, অধ্যাপক আজিজুর রহমান আযম, শিক্ষক নেতা রুহুল আমিন, ইব্রাহিম খলিলসহ শিক্ষক ও কর্মচারীরা।
এ সময় শিক্ষক আবুল কালাম আজাদ হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার ও সব বেসরকারি শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণের দাবি জানানো হয়।