বগুড়ার সড়কে লাশ হলেন লাশবাহী অ্যাম্বুলেন্সচালক
বগুড়ার শেরপুর উপজেলায় লাশবাহী অ্যাম্বুলেন্স ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে অ্যাম্বুলেন্সের চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো তিনজন।
আজ বুধবার ভোর ৬টার দিকে উপজেলার গাড়িদহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত অ্যাম্বুলেন্সের চালকের নাম রেজানুর রহমান মণ্ডল (৩৮)। বাড়ি গাইবান্ধার সাদুল্যাপুর থানার দক্ষিণ শনতালা গ্রামে।
আহত ব্যক্তিদের নাম-পরিচয় জানা যায়নি।
বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ টাউন সাব-ইন্সপেক্টর (টিএসআই) শাহ আলম জানান, ভোরে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ থেকে লাশ নিয়ে অ্যাম্বুলেন্সটি সিরাজগঞ্জের চান্দাইকোনা যাচ্ছিল। পথে ট্রাকের সঙ্গে অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অ্যাম্বুলেন্সের চালক নিহত হন।
টিএসআই আরো জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হতাহত ব্যক্তিদের উদ্ধার করে জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। নিহত রেজানুর ও অ্যাম্বুলেন্সে থাকা লাশটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।