লক্ষ্মীপুর-ভোলা নৌপথে ফেরি চলাচল বন্ধ
পণ্যবাহী একটি ট্রাকের চাপে লক্ষ্মীপুরের মজু চৌধুরীর হাট ঘাটের পল্টুনের র্যাম্প ভেঙে ফেরি চলাচল বন্ধ রয়েছে। আজ বুধবার বেলা ৩টার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা মালবাহী একটি ট্রাক (ঢাকা মেট্রো, ট-১৮-৪২০৫) ফেরিতে ওঠার সময় র্যাম্প ভেঙে যায়।
এতে লক্ষ্মীপুর-ভোলা নৌপথে চলাচলকারী বেশ কয়েকটি পণ্যবাহী ট্রাকসহ অর্ধশতাধিক যানবাহন ঘাট এলাকায় আটকা পড়ে। ফলে দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা। একই সঙ্গে ওই ঘাটে পাঁচটি যানবাহন নিয়ে কনকচাঁপা নামের আরেকটি ফেরিও আটকা পড়ে আছে।
আটকে পড়া ফেরি কনকচাঁপার ভারপ্রাপ্ত মাস্টার আবদুস সালাম জানান, ওই পল্টুনে অন্য একটি র্যাম্প স্থাপন না করা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ থাকবে। নারী ও শিশুসহ সাধারণ যাত্রীরা থাকা-খাওয়ার সমস্যাসহ ব্যাপক দুর্ভোগে রয়েছেন।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌচলাচল কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) লক্ষ্মীপুর মজু চৌধুরীর হাট ফেরিঘাটের পল্টুনের দায়িত্বে থাকা লস্কর আবুল হাসেম জানান, র্যাম্প আনার জন্য বলা হয়েছে, দ্রুত স্থাপনের চেষ্টা চলছে।