খালেদা জিয়ার একটাই জায়গা কারাগার : তথ্যমন্ত্রী
২০ দলীয় জোটের বিগত হরতাল-অবরোধের সময় মানুষ ‘খুনের’ জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কারাগারে থাকা উচিত বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। আজ মঙ্গলবার ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৬তম জন্মবার্ষিকী উপলক্ষে দ্বিতীয় দিনের আলোচনা সভায় এ কথা বলেন জাসদ সভাপতি।
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, ‘বায়বীয় কথা নয়, সন্ত্রাসের নেতা আছে, নেত্রী আছে। রাজাকারের জন্মদাতা ছিল পাকিস্তান তেমনি আগুন সন্ত্রাসের জন্মদাতা খালেদা জিয়া। আগুন সন্ত্রাসের কারিগর হচ্ছেন খালেদা জিয়া। আগুন সন্ত্রাসকে গালি দিবেন, রাজাকারকে গালি দিবেন, খালেদা জিয়াকে রাজনীতি থেকে বিদায় জানাবেন না- তা হতে পারে না।’
‘আগুন সন্ত্রাসের করিগর খালেদা জিয়া যদি নেতৃত্বে থাকে আবার আগুন সন্ত্রাসের উৎপাদন হবে, বাংলাদেশ হুমকির মুখে থাকবে। তাই কবি নজরুলের মতো পরিষ্কার ভাষায় বলতে চাই, আগুনসন্ত্রাসী রাজাকারের মাতা জঙ্গিবাদ লালনকারী মানুষ খুনকারী অত্যাচারী খালেদা জিয়ার একটাই জায়গা কারাগার, কারাগার।’ বলেন তথ্যমন্ত্রী।
হাসানুল হক ইনু কাজী নজরুল ইসলামকে মানবতার কবি, অসাম্প্রদায়িক চেতনার কবি, সাম্যবাদী চেতনার প্রবাদ পুরুষ উল্লেখ করে বলেন, কবি নজরুল শুধু কবি ছিলেন না, তিনি ছিলেন সংগীত সাধক, দার্শনিক ও বাংলা ভাষার প্রধান সাহিত্যিক। তিনি একাধারে সাংবাদিক, সম্পাদক, রাজনীতিবিদ ও সৈনিক। বাংলাভাষায় তাঁর কবিতা দুই বাংলায় সমানভাবে সমাদৃত।
ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার মোহা. আনিছুর রহমানের সভাপতিত্বে সকালে নজরুলজয়ন্তীর দ্বিতীয় দিনের অনুষ্ঠানমালায় আরো বক্তব্য দেন সংসদ সদস্য ডা. ক্যাপ্টেন (অব.) মুজিবর রহমান ফকির, সাবেক সংসদ সদস্য রেজা আলী, আওয়ামী লীগ নেতা আনোয়ার হোসেন, জাসদ নেতা রতন সরকার প্রমুখ।
অনুষ্ঠানে নজরুলস্মারক বক্তব্য দেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোহিত-উল আলম। স্বাগত বক্তব্য দেন জেলা প্রশাসক মুস্তাকিম বিল্লাহ ফারুকী।
নজরুলজয়ন্তী উৎসবকে ঘিরে উপজেলা সদরে দরিরামপুর নজরুল একাডেমি মাঠে জেলা প্রশাসনের আয়োজনে চলছে নজরুলের বই ও গ্রামীণ মেলা।