শোরগোল করায় শিশুর মাথায় পিস্তল দিয়ে আঘাত!

বরিশালে ক্রিকেট খেলার সময় শোরগোল করায় পিস্তল দিয়ে এক শিশুর মাথায় আঘাত করার অভিযোগ পাওয়া গেছে সরকারি কর্মকর্তার বিরুদ্ধে।
কর্মকর্তা হলেন- বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. সোহেল হাসান। এই ঘটনার বিচার দাবিতে মানববন্ধন করেছে ক্ষুব্ধ এলাকাবাসী।
আজ রোববার বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, মো. সোহেল হাসান কয়েক দিন আগে বরিশালে বদলি হয়ে এসেছেন। তবে কয়েক বছর আগেই নগরীর খান সড়কে জমি কিনে বহুতল ভবন নির্মাণ করেন তিনি। গতকাল শনিবার বিকেলে ওই ভবনের পাশে একটি খালী জায়গায় ক্রিকেট খেলছিল শিশুরা। এ সময় তাদের সেখানে খেলতে নিষেধ করেন সোহেল হাসান। এরপরও সেখানে খেলাধুলা করায় তিন শিশুকে চড়-থাপ্পড় দেন তিনি। একপর্যায়ে রিমন সিকদার নামের এক শিশুর মাথায় পিস্তল দিয়ে আঘাত করেন। আহত শিশুটিকে সঙ্গে সঙ্গে বরিশাল শেরে বাংলা কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
স্থানীয় বাসিন্দা মনোজ খান বলেন, ‘এর আগেও সোহেল হাসান স্থানীয় একাধিক ব্যক্তির সঙ্গে দুর্ব্যবহার করেন। কথায় কথায় পিস্তল বের করার অভ্যাস রয়েছে তাঁর। এসবের প্রতিবাদে মানববন্ধন থেকে শিশু নির্যাতনকারী সোহেল হাসানের বিচার দাবি করা হয়েছে।’
এ বিষয়ে শিশু নির্যাতনের অভিযোগ অস্বীকার করে সোহেল হাসান বলেন, ‘ঘটনার সময় তাঁর ওপর হামলা চালানো হয়েছে। তিনি আত্মরক্ষার জন্য পিস্তল বের করেছিলেন।’
কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. আওলাদ হোসেন বলেন, ‘শিশুদের ক্রিকেট খেলা নিয়ে একটু সমস্যা হয়েছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কেউ কোনো লিখিত অভিযোগ দেয়নি।’