আগামী জাতীয় নির্বাচন অবশ্যই অবাধ ও সুষ্ঠু হবে : প্রধানমন্ত্রী

Looks like you've blocked notifications!
কাতারের দোহায় ফেয়ারমন্ট এন্ড র‌্যাফেলস হোটেলে তৃতীয় কাতার ইকোনমিক ফোরামে ব্লুমবার্গ এর এডিটর অ্যাট-লার্জ হ্যাসলিন্ডা আমিনের সাথে আলাপচারিতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি : পিআইডি

কাতার সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশে আগামী জাতীয় নির্বাচন অবশ্যই অবাধ ও সুষ্ঠু হবে।

আজ বুধবার (২৪ মে) স্থানীয় একটি হোটেলে কাতার ইকোনমিক ফোরামে (কিউইএফ) ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে কথোপকথন’ শীর্ষক এক অধিবেশনে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। কিউইএফ-এর হোস্ট ও এডিটর হাসলিন্দা আমিন এই অধিবেশন পরিচালনা করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আমাদের সরকারের অধীনে অবশ্যই নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে। জনগণই ঠিক করবে কে দেশ চালাবে। এটা জনগণের ক্ষমতা। তাই আমি জনগণের ক্ষমতা নিশ্চিত করতে চাই। আমি জনগণকে তাদের অধিকার দিতে চাই, যাতে তারা তাদের সরকার বেছে নিতে পারে।’

নির্বাচনে বিএনপির অংশগ্রহণ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘তারা কীভাবে অংশগ্রহণ করতে পারে? কারণ তাদের সময় দেশ অনেক ক্ষতিগ্রস্ত হয়েছিল। আমাদের জনগণ ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং সে সময় সন্ত্রাস, দুর্নীতি, স্বজনপ্রীতি, শোষণ ছিল সর্বত্র। তারা কখনই মানুষকে গোণায় ধরতো না।’

আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা বলেন, তার দল যখন আবার ক্ষমতায় আসে, তারা জনগণের জন্য সবকিছু নিশ্চিত করেছে। নির্বাচনটা জনগণের অধিকার। এখন মানুষ বুঝতে পারে। তারা যদি আমাদের ভোট দেয়, আমি এখানে থাকব, না দিলে নাই।

প্রধানমন্ত্রী বলেন, আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের কথা চিন্তা করুন, মি. ট্রাম্প এখনও ফলাফল মেনে নেননি। তারা এখন কী বলতে পারেন? যারাই (পর্যবেক্ষক) পাঠাতে চায়, তিনি ইতোমধ্যেই সবাইকে বলেছেন- ‘যদি তারা পর্যবেক্ষক পাঠাতে চায়, তবে তারা পাঠাতে পারে।’