সায়েন্সল্যাবে বিএনপি-পুলিশ সংঘর্ষের ঘটনায় ৩ মামলা

Looks like you've blocked notifications!
রাজধানীর সায়েন্সল্যাবে গতকাল পুলিশ-বিএনপি সংঘর্ষের সময় বিআরটিসির একটি গাড়িতে আগুন দেওয়া হয়। ছবি : এনটিভি

রাজধানীর সায়েন্সল্যাবে পদযাত্রা কর্মসূচিকে ঘিরে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় রাজধানীর পৃথক দুটি থানায় তিনটি মামলা করা হয়েছে। গতকাল মঙ্গলবার (২৩ মে) ধানমণ্ডি ও নিউমার্কেট থানায় পুলিশ বাদী হয়ে মামলাগুলো করা হয়।

আজ বুধবার (২৪ মে) বিকেলে ধানমণ্ডি ও নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) এনটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেন। পুলিশের ওপর হামলা ও রাষ্ট্রীয় সম্পদের ক্ষতির অভিযোগে এ তিন মামলা করা হয়েছে বলে জানান ওই দুই ওসি।   

ধানমণ্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম আলী মিয়া বলেন, ‘ধানমণ্ডি থানার উপপরিদর্শক (এসআই) মুয়ীদ খান ও এসআই মোয়াজ্জেম হোসেন বাদী হয়ে দুটি মামলা করেছেন। দুটি মামলাতেই ৫২ জনকে এজহারনামীয় আসামি করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামার স্থানে সংখ্যা না বসিয়ে আরও অনেকে বলা হয়েছে। দুই মামলায় এখন পর্যন্ত ২৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।’

নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল গণি সাবু বলেন, ‘এসআই সবুজ মিয়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়সহ ৪৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও ৪০০ থেকে ৫০০ বিএনপির নেতাকর্মীকে আসামি করেছেন। 

তবে, এ মামলায় কতজনকে গ্রেপ্তার করা হয়েছে, তা জানা যায়নি।’

এর আগে ১০ দফা দাবিতে গতকাল পূব নির্ধারিত পদযাত্রা কর্মসূচি শুরু করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। দুপুর ২টায় ধানমণ্ডির বাংলাদেশ মেডিকেল কলেজের সামনে থেকে এ পদযাত্রা শুরু হয়। বিকেল ৪টার দিকে পদযাত্রাটি সায়েন্সল্যাব এলাকায় পৌঁছালে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে বিএনপি নেতাকর্মীরা একটি দ্বিতল বিআরটিসি বাসে আগুন দিয়ে বেশকিছু গাড়ি ভাঙচুর করে। এ ছাড়া ধানমণ্ডি ৩ নম্বর ক্রসিং রোডের পুলিশ বক্স ভাঙচুর করে।