বাবার মামলায় ছেলে কারাগারে

Looks like you've blocked notifications!
পুলিশের হাতে গ্রেপ্তার অভিযুক্ত অনিক। ছবি : এনটিভি

বাবার করা মামলায় ছেলেকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বৃদ্ধ বাবা-মাকে ভরণপোষণ দিতেন না ছেলে। এমনকি, মানসিক নির্যাতন চালাতেন তাদের ওপর। পরে বাবা করেন মামলা। মামলার পর ছেলেকে গ্রেপ্তার করে ময়মনসিংহের হালুয়াঘাট থানার পুলিশ। এরপর পাঠায় আদালতে। আদালত ছেলেকে পাঠান কারাগারে।

বৃদ্ধ বাবা-মাকে নির্যাতন ও ভরণপোষণ না দেওয়া ওই ছেলের নাম অনিক। গতকাল বুধবার (২৪ মে) তার বাবার করা মামলার পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সুমন চন্দ্র রায়।

অভিযুক্ত ছেলে অনিক উপজেলার হালুয়াঘাট পৌরশহরের আকনপাড়া এলাকার বাসিন্দা।

অভিযোগ সূত্রে জানা গেছে, বৃদ্ধ বাবা-মাকে ভরণপোষণ না দিয়ে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন অনিক। তিনি  ২২ মে সকালে নেশা করার জন্য টাকা চান মায়ের কাছে। টাকা না পেয়ে মায়ের গলা চেপে ধরেন। এমন নানানভাবে নিযার্তনের শিকার হয়ে বাবা তার ছেলের বিরুদ্ধে ভরণপোষণ আইনে থানায় মামলা করেন।

হালুয়াঘাট থানা ওসি সুমন চন্দ্র রায় বলেন, ‘বাবার করা মামলায় অনিককে গ্রেপ্তার করা হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা শেষে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’