সিরাজগঞ্জে অস্ত্র মামলায় চার যুবকের ১০ বছর কারাদণ্ড

Looks like you've blocked notifications!

সিরাজগঞ্জের শাহজাদপুরে অস্ত্র মামলায় চার যুবককে ১০ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার (২৫ মে) বেলা ১১টার দিকে সিরাজগঞ্জ স্পেশাল ট্রাইব্যুনাল-৪-এর বিচারক জেসমিন আরা জাহান আসামিদের অনুপস্থিতে এ রায় দেন। 

রাষ্ট্রপক্ষের সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন—সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার মেঘুল্লা গ্রামের শহিদুল ইসলাম (৫১), একই গ্রামের আসাদুল (৩২), এনায়েতপুর থানার আজুগড়া গ্রামের দুলাল সরকার (২৬) ও বেতিল চরের জাকির হোসেন (২৬)।

মামলার বিবরণীতে উল্লেখ করা হয়েছে, ২০২০ সালের ২ ফেব্রুয়ারি রাতে শাহজাদপুর থানা এলাকায় অবৈধ অস্ত্র, গুলি, বিস্ফোরক ও মাদক উদ্ধারে অভিযান চলায় পুলিশ। এ সময় পুলিশ খবর পায় তালগাছি বাজারে করতোয়া ডিগ্রি কলেজ গেটে অবৈধ অস্ত্র কেনাবেচা হচ্ছে। সেখানে অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে অস্ত্র ব্যবসায়ীরা পালানোর চেষ্টা করে। পরে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের তল্লাশি চালিয়ে চারটি দেশিয় পাইপগান ও চারটি কারতুজের গুলি উদ্ধার করা হয়।

এ ঘটনায় শাহজাদপুর থানার এসআই নাজমুল হক বাদী হয়ে অস্ত্র আইনে মামলা দায়ের করেন। মামলার স্বাক্ষ্য প্রমাণ শেষে আজ আদালত এ রায় প্রদান করেন।