মার্কিন ভিসানীতি প্রধানমন্ত্রীর অঙ্গীকারকেই পুনর্ব্যক্ত করেছে : পররাষ্ট্রমন্ত্রী

Looks like you've blocked notifications!
পররাষ্ট্র মন্ত্রণালয়ে আজ বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। ছবি : এনটিভি

বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও নিরপেক্ষ হওয়ার ক্ষেত্রে বাধাদানকারী এবং তাদের পরিবারের সদস্যদের ভিসা না দেওয়ার বিষয়ে একটি নীতি ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। এই ভিসানীতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনের অঙ্গীকারকেই পুনর্ব্যক্ত করেছে বলে দাবি করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

আজ বৃহস্পতিবার (২৫ মে) রাজধানীর পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ দাবি করেন মন্ত্রী।

আব্দুল মোমেন বলেন, ‘আমি মনে করি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের অঙ্গীকারকেই পুনর্ব্যক্ত করেছে মার্কিন ভিসানীতি। অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে প্রধানমন্ত্রীর টেকসই অঙ্গীকারের পাশে যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক সম্প্রদায় দৃঢ়ভাবে দাঁড়াবে বলে আমি আশা করি।’

গতকাল এক বিবৃতিতে বাংলাদেশিদের ভিসা দেওয়া নিয়ে নীতিটির কথা জানানো হয়। খোদ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনিও ব্লিঙ্কেন এই নীতি ঘোষণা করেছেন। এর প্রতিক্রিয়ায় আজ বৃহস্পতিবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি বিবৃতি দেওয়া হয়। এতে বলা হয়, বাংলাদেশের জনগণ তাদের গণতান্ত্রিক ও ভোটাধিকারের ব্যাপারে অনেক বেশি সচেতন। ভোট কারচুপির মাধ্যমে জনগণের ম্যান্ডেট কেড়ে নিয়ে কোনো সরকার ক্ষমতায় থাকার নজির নেই। জনগণের ভোটাধিকারের অধিকারকে আওয়ামী লীগ সরকার রাষ্ট্রীয় পবিত্রতা বলে মনে করে।

বিবৃতিতে আরও বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে, বাংলাদেশ একটি গণতান্ত্রিক এবং রাজনৈতিকভাবে স্থিতিশীল জাতি যেখানে জাতীয় ও স্থানীয় পর্যায়ে ধারাবাহিক নির্বাচন অনুষ্ঠানের অভিজ্ঞতা রয়েছে।