মহিলা আওয়ামী লীগনেত্রী তসলিমার মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাসসে প্রকাশিত প্রতিবেদন থেকে নেওয়া
মহিলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি তসলিমা চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখপ্রকাশ করেছেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শুক্রবার (২৬ মে) এক শোকবার্তায় তিনি এই শোক জানান।
শোকবার্তায় শেখ হাসিনা মরহুমার আত্মার মাগিফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছেন।
গতকাল বৃহস্পতিবার বিকেলে ৮৫ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তসলিমা চৌধুরী। তিনি দুই ছেলে, এক মেয়ে ও অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)