শেখ হাসিনার পদত্যাগ ছাড়া নির্বাচন হতে দেওয়া হবে না : সমমনা পেশাজীবী গণতান্ত্রিক জোট

Looks like you've blocked notifications!
সমমনা পেশাজীবী গণতান্ত্রিক জোটের প্রধান সমন্বয়ক মুহাম্মদ সাইদুর রহমান আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন। ছবি : এনটিভি

শেখ হাসিনার পদত্যাগ ছাড়া বাংলার মাটিতে নির্বাচন হতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন সমমনা পেশাজীবী গণতান্ত্রিক জোটের প্রধান সমন্বয়ক মুহাম্মদ সাইদুর রহমান। তিনি বলেছেন, এই সরকার সিন্ডিকেট করে দেশের টাকা বিদেশে পাচার করেছে। এখন তারা ক্ষমতায় টিকে থাকতে বিদেশিদের সঙ্গে দেনদরবার করছে।

আজ শুক্রবার (২৬ মে) জাতীয় প্রেসক্লাব চত্বরে সমমনা পেশাজীবী গণতান্ত্রিক জোটের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন।

মুহাম্মদ সাইদুর রহমান বলেন, ‘পুলিশ ছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার আওয়ামী লীগ এক মিনিটও মাঠে টিকতে পারবে না। শেখ হাসিনার পদত্যাগ ছাড়া বাংলার মাটিতে নির্বাচন হতে দেওয়া হবে না। ক্ষমতা স্থায়ী করতে শেখ হাসিনা বিদেশিদের কাছে ধন্যা দিচ্ছেন। তার সরকার সিন্ডিকেট করে দেশের টাকা বিদেশে পাচার করছে।’

বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য দেন সমমনা পেশাজীবী গণতান্ত্রিক জোটের সহকারী সমন্বয়কারী অ্যাডভোকেট মাইনুদ্দিন মজুমদার, বাংলাদেশ ইয়ূথ ফোরামের উপদেষ্টা এম নাজমুল হাসান, জাতীয়তাবাদী আইন শিক্ষক পরিষদের সভাপতি অ্যাডভোকেট আবু হানিফ, সংবিধান সংরক্ষণ পরিষদের সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান, বাংলাদেশ জাস্টিস পার্টির সভাপতি অধ্যক্ষ নজরুল ইসলাম প্রমুখ।