হিন্দু পারিবারিক আইন পরিবর্তনচেষ্টার প্রতিবাদে মানববন্ধন

Looks like you've blocked notifications!
কিশোরগঞ্জে হিন্দু পারিবারিক আইন পরিবর্তনচেষ্টার প্রতিবাদে মিছিল। ছবি : এনটিভি

হিন্দুদের পারিবারিক আইন পরিবর্তনের প্রচেষ্টার প্রতিবাদে কিশোরগঞ্জ ঝাড়ু মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (২৬ মে) সকাল ১১টায় কালীবাড়ি এলাকা থেকে একটি ঝাড়ু মিছিল বের হয়। মিছিলটি বিভিন্ন সড়ক হয়ে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।

পরে জেলা যুব মহাজোটের সভাপতি বিদ্যুৎ আচার্য শশীর সভাপতিত্বে এবং জেলা হিন্দু ছাত্র মহাজোটের সাধারণ সম্পাদক উৎপল ভৌমিক অর্থর সঞ্চালনায় ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, কয়েকটি সংস্থা দেশের বিভিন্ন স্থানে সভা-সেমিনার করে হিন্দু বিধি-বিধান সম্পর্কে মিথ্যা, কাল্পনিক ও বিদ্বেষমূলক তথ্য দিয়ে হিন্দু জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে। তারা হিন্দু বিধিবিধান নষ্ট করে হিন্দু সম্প্রদায়ের মধ্যে সংঘাত ও অশান্তি সৃষ্টির পায়তারা করছে। হিন্দু পারিবারিক সম্পত্তি বিভাজন করে ব্যক্তি কেন্দ্রিক সম্পত্তি বণ্টন, বিবাহ বিচ্ছেদ, হিন্দু বিবাহ রেজিস্ট্রেশন বাধ্যতামূলক ও শাস্তির বিধান, দত্তক, ভরণপোষণসহ বিভিন্ন বিষয়ে হিন্দু ধর্মের পবিত্র বিধিবিধান পরিবর্তনের চক্রান্ত চলছে। হিন্দু বিবাহের মূল ভিত্তি নষ্ট করতে অপতৎপরতা চালাচ্ছে। এসব আইন কোনোটাই হিন্দু সমাজ মেনে নেবে না।

মানববন্ধনে আরও বক্তব্য দেন কেন্দ্রীয় ছাত্র মহাজোটের যুগ্ম সাধারণ সম্পাদক মৃন্ময় দে সাগর, সাংগঠনিক সম্পাদক নিলয় পাল আদর, জেলা মাইনরিটি ওয়াচের সভাপতি বিজয় সরকার, জেলা যুব মহাজোটের নির্বাহী সভাপতি মানিক সরকার, সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট দোলন আচার্য, সাধারণ সম্পাদক কাজল দাস, সাংগঠনিক সম্পাদক রিপন সূত্রধর, জেলা ছাত্র মহাজোটের যুগ্ম সাধারণ সম্পাদক শান্ত সরকার, সাংগঠনিক সম্পাদক অমিত রায় রাহুল, কাজল সরকার, সাগর সূত্রধর, কোষাধ্যক্ষ রতেন্দ্র সরকারস প্রমুখ।