জাতির পিতা কবি নজরুলকে জাতীয় কবির মর্যাদা দেন : কে এম খালিদ

Looks like you've blocked notifications!
ময়মনসিংহের ত্রিশাল দরিরামপুরে নজরুল অডিটরিয়ামে নজরুল জয়ন্তীর দ্বিতীয় দিন প্রধান অতিথির বক্তব্য দিচ্ছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। ছবি : এনটিভি

সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কবি নজরুল ইসলামকে দেশে ফিরিয়ে এনে জাতীয় কবির মর্যাদায় অভিসিক্ত করেন। নজরুলের সঙ্গীত চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশের মানুষ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে বিজয় ছিনিয়ে এনেছে।’

আজ শুক্রবার (২৬ মে) বিকেলে ময়মনসিংহের ত্রিশালে দরিরামপুরে নজরুল অডিটরিয়ামে তিন দিনব্যাপী অনুষ্ঠানমালার দ্বিতীয় দিন প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী।

জেলা প্রশাসক মো, মোস্তাফিজার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক এ এফ এম হায়াতুল্লাহ স্মারক বক্তব্য দেন।

অনুষ্ঠানে বক্তব্য দেন মনিরা সুলতানা মনি, জেলা পরিষদ চেয়ারম্যান ইউসুফ খান পাঠান প্রমুখ।

কে এম খালিদ আরও বলেন, নজরুলের জন্ম না হলে বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ ত্বরান্বিত হতো না। তিনি ব্যতীত জাতির স্বপ্ন অপূর্ণ থেকে যেত। এ জন্য জাতির পিতা শেখ মজিবুর রহমান স্বাধীন বাংলাদেশের দায়িত্ব নেওয়ার পর ১৯৭২ সালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী শ্রীমতি ইন্দিরাগান্ধীর সঙ্গে কথা বলে নজরুলকে চেয়ে নেন। যে নজরুলের রণসঙ্গীতে উদ্বুদ্ধ হয়ে লাখো মানুষ জীবন দিয়ে স্বাধীনতা এনেছে সেই নজরুলকে তাঁর দরকার। পরে ১৯৭২ সালের ১০ জ্যৈষ্ঠ নজরুল দেশে আসেন। অসুস্থ কবিকে চিকিৎসার ব্যবস্থা করেন বঙ্গবন্ধু। আর নজরুল পেয়ে যান আমাদের জাতীয় কবির মর্যাদা।

পরে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন স্থানীয় ও জাতীয় পর্যায়ের শিল্পীরা।