মোংলায় বজ্রাঘাতে যুবক নিহত

Looks like you've blocked notifications!
মোংলা থানার ফাইল ছবি এনটিভির

বাগেরহাটের মোংলায় বজ্রাঘাতে এনামুল শেখ (৩৭) নামে একজন নিহত হয়েছেন। এ সময়  এবং মিলন শেখ নামে আরেকজন আহত হন। আজ শনিবার (২৭ মে) দুপুর ১টার দিকে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের স্থায়ী বন্দর শিল্প এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত এনামুল বাগেরহাটের রামপাল উপজেলার কালেখাঁরবেড় ইউনিয়নের কালেখাঁরবেড় এলাকার ফজিলত শেখের ছেলে। আর আহত মিলন শেখ মোংলা উপজেলার মিঠাখালী ইউনিয়নের গোয়ালেরমেঠ এলাকার রেজাউল শেখের ছেলে।

এ বিষয়ে উপজেলার বুড়িরডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উদয়শংকর বিশ্বাস জানান, মেঘনা সিমেন্ট ফ্যাক্টরির পূর্বে পাশের বালুর মাঠে ড্রেজার দিয়ে বালু সরবরাহের পাইপলাইনে কাজ করছিলেন কয়েকজন শ্রমিক। হঠাৎ বজ্রসহ ঝড়-বৃষ্টি শুরু হয়। ওই সময় মাঠে কাজ করতে থাকা এনামুল শেখ (৩৭) ও মিলন শেখ (২৩) আকস্মিক বজ্রপাতের শিকার হন। তাৎক্ষণিকভাবে আশপাশের অন্যান্য শ্রমিকেরা ওই দুইজনকে উদ্ধার করে মোংলা বন্দর হাসপাতালে নিয়ে যান। সেখানে নেওয়ার পর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক এনামুল শেখকে মৃত ঘোষণা করেন। আর আহত মিলন শেখ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

উদয় শংকর বিশ্বাস বলেন, ‘বজ্রপাতে নিহতের পরিবার ও পুলিশকে খবর দেওয়া হয়েছে। মরদেহের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবে পুলিশ।’

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুদ্দীন বলেন, ‘খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনার তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’