গাছে পানি দেওয়া কাল হলো ডেলিভারি ম্যানের

Looks like you've blocked notifications!
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফাইল ছবি

রাজধানীর উত্তর বাড্ডায় ভাড়া বাসার ছাদ থেকে পড়ে তাসিন আহমেদ (১৭) নামে একজন নিহত হয়েছে। আজ শনিবার (২৭ মে) সকাল সাড়ে ৯টার দিকে উত্তর বাড্ডার গোপীপাড়ার একটি বাড়ির সাত তলার ছাদ থেকে পড়ে গুরুতর আহত হয় তাসিন। এরপরে স্বজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে সকাল সাড়ে ১০টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তাসিন ডেলিভারি ম্যানের কাজ করত।

কিশোরের মামা আনোয়ার হোসেন এ বিষয়ে গণমাধ্যমকে বলেন, ‘ওই ভবনের ছাদে তাসিনের ও অন্যান্য ভাড়াটিয়াদের গাছ রয়েছে। সেই গাছগুলোতে তাসিন নিয়মিত পানি দিত। আজ সকালেও গাছে পানি দেওয়ার জন্য ছাদে যায় তাসিন। এর কিছুক্ষণ পর শোনা যায় তাসিন ছাদ থেকে নিচে পড়ে গেছে।’

এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, ‘স্বজনের দাবি ওই কিশোর ছাদ থেকে পড়ে গেছে। মরদেহটি মর্গে রাখা হয়েছে।’

তাসিন মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার চাষিরি গ্রামে বাবুল মিয়ার ছেলে। গোপীপাড়ার ওই বাড়ির দ্বিতীয় তলায় সপরিবারে তারা ভাড়া থাকতেন।