রাজধানীতে দিনমজুরের ঝুলন্ত মরদেহ উদ্ধার

Looks like you've blocked notifications!
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফাইল ছবি

রাজধানীর মুগদায় মো. জালাল উদ্দিন (৪২) নামে এক দিনমজুরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার (২৬ মে) রাত সাড়ে ১১টার দিকে মুগদা থানার পূর্ব মানিকনগরের ভাড়া বাসা থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ। 

এ বিষয়ে মুগদা থানার উপপরিদর্শক (এসআই) মো. মুবায়দুল ইসলাম গণমাধ্যমকে জানিয়েছেন। তিনি বলেন, ‘পাবনার সাথিয়া উপজেলার বনগ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে জালাল।’

এসআই আরও বলেন, ‘মৃতের স্ত্রী পারভীন আক্তার বাসাবাড়িতে কাজ করেন। জালাল উদ্দিন বিয়ে বাড়িতে কাজ করতেন। একদিন কাজ করলে দুদিন করতেন না। এ ছাড়া দুই-তিনি মাসের বাসা ভাড়া বাকি। এসব নিয়ে সংসারে অশান্তি লেগে থাকত। শুক্রবার রাতে জালাল উদ্দিনকে বাসায় রেখে ছেলে পারভেজ (১০) পাশে আত্মীয়ের বাড়ি যায় ভাত আনতে। ফিরে এসে দেখতে পায় তাদের বাবা ফ্যানের সঙ্গে গলায় বৈদ্যুতিক তার পেঁচিয়ে ঝুলছে। পরে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।’ 

মো. মুবায়দুল ইসলাম আরও বলেন, ‘ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।’