শেখ হাসিনার অধীনে কোনো সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে না : মোশাররফ

Looks like you've blocked notifications!
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন আজ নয়াপল্টনে এক প্রতিবাদ সভায় বক্তব্য দেন। ছবি : এনটিভি

‘শেখ হাসিনার অধীনে কোনো সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে না’ জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘আমেরিকাসহ সবাই বলছে, আগামী নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক হতে হবে। আমরা বলছি, শেখ হাসিনার অধীনে কোনো সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে না। বিএনপিসহ যেসব দল গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন করছে তারা শেখ হাসিনার অধীনে নির্বাচনে যাবে না। আমরা (বিএনপি) নির্বাচনে না গেলে এটি অংশগ্রহণমূলক হবে না।’

আজ শনিবার (২৭ মে) বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক প্রতিবাদ সভায় মোশররফ এসব কথা বলেন। ১০ দফা দাবিতে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি এ প্রতিবাদ সভার আয়োজন করে।

মোশাররফ হোসেন বলেন, ‘আমেরিকা বলছে, সুষ্ঠু নির্বাচনে যারা বাধা দেবে তাদের ভিসা দেবে না। এই সরকার সুষ্ঠু নির্বাচনে বাধা দিচ্ছে। এটা লজ্জাজনক। আওয়ামী লীগ এ লজ্জা বহন করছে। এই সরকারকে সরাতে হবে। তারা নিজে থেকে সরে দাঁড়াবে না। এই সরকারকে হটানোর কোনো বিকল্প নাই। দেশের মানুষ গণআন্দোলনের মাধ্যমে এ সরকারকে বিদায় করতে প্রস্তুত।’

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘সারা দেশে বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচি হচ্ছে। আমরা নাকি বিশৃঙ্খলার জন্য কর্মসূচি দিচ্ছি। আমাদের নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে।’

পুলিশের প্রতি আহ্বান জানিয়ে মোশররফ বলেন, ‘আপনারা অতি উৎসাহী হয়ে মামলা দিবেন না। ঢালাওভাবে আপনাদের বিরুদ্ধে অভিযোগ নাই। আমাদের আন্দোলন আওয়ামী লীগ বিরুদ্ধে।’ 

বিএনপির এই শীর্ষ নেতা বলেন, ‘শেখ হাসিনা বিভিন্ন দেশে ধরনা দিছে। প্রত্যেকটি দেশে গিয়ে তিনি প্রত্যাখ্যান হয়েছেন। আগামী নির্বাচনে আওয়ামী লীগের কোনো খবর থাকবে না, তাই তারা নানা ফন্দিফিকির করছে।’ 

ইভিএম বাতিলের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘তারা মনে করেছিল, আগামী নির্বাচনে ইভিএমের মাধ্যমে ভোট কারচুপি করে ক্ষমতায় চলে যাবে। জনগণের ভাষা বুঝতে পেরেছে তারা। তাই আগামী দিনে ইভিএমে নির্বাচন হবে না।’

ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হকের সঞ্চালনায় এবং ঢাকা মহানগর বিএনপি দক্ষিণের আহ্বায়ক আবদুস সালামের সভাপতিত্বে প্রতিবাদ সভায় আরও বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ঢাকা মহানগর বিএনপির উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান, বিএনপি নেতা সালাহ উদ্দিন আহমেদ, ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম, রফিকুল ইসলাম বকুল, মীর সরাফত আলী সপু, আজিজুল বারী হেলাল, মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস, যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু প্রমুখ।