মিরপুরে সিয়াম হত্যায় দুজন গ্রেপ্তার

Looks like you've blocked notifications!
গ্রেপ্তারের প্রতীকী ছবি

রাজধানীর মিরপুরের দারুস সালাম থানার লালকুটি এলাকায় স্কুল শিক্ষার্থী কিশোর সিয়াম (১৪) হত্যা মামলার প্রধান আসামি ও চিহ্নিত গ্যাং লিডারসহ দুজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। শুক্রবার (২৬ মে) সাভার ও বরিশালের বাকেরগঞ্জ থেকে পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার থেকে র‌্যাব-৪ ও ৮। আজ শনিবার (২৭ মে) বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৪ এর মিডিয়া কর্মকর্তা সহকারী পুলিশ সুপার (এএসপি) মাজহারুল ইসলাম। 

গ্রেপ্তারকৃতরা হলেন– শান্তনু হোসেন রুবেল ওরফে পটেটো রুবেল (২৭) ও মসিউর রহমান রকি (২৮)।

মাজহারুল ইসলাম জানান, গত ২১ মে রাতে রাজধানীর দারুস সালাম থানার লালকুটি এলাকায় পূর্ব পরিকল্পিতভাবে স্কুলছাত্র সিয়ামের ওপর হামলা চালানো হয়। এতে গুরুতর আহত হন ওই শিক্ষার্থী। পরে, আহত সিয়ামকে রক্তাক্ত অবস্থায় ফেলে পালিয়ে যায় তারা। স্থানীয়রা স্কুলছাত্রকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে একটি হত্যা মামলা করেন। 

মাজহারুল ইসলাম বলেন, ‘গ্রেপ্তারকৃত আসামিরা জিজ্ঞাসাবাদে হত্যা জড়িত থাকার কথা স্বীকার করেছে। এর মধ্যে পটেটো রুবেল লালকুটি এলাকায় সংঘবদ্ধ কিশোর গ্যাং চালাতো। তারা এলাকায় হত্যা, ডাকাতি, চুরি, ছিনতাইসহ একাধিক সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে থানায় হত্যা, ডাকাতি, চুরি-ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’