রোগীর পেট থেকে বের করা হলো ১৫ কলম

মানুষের পেটের ভেতর মিলল কলম। তাও আবার একটি-দুটি নয়, ১৫টি। সেই কলমগুলো কোনো অপারেশন ছাড়াই এন্ডোস্কপির মাধ্যমে বের করে এনেছেন চিকিৎসকেররা। রোগী এখন সুস্থ আছেন বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
গতকাল শনিবার রাত সাড়ে ১০টায় এনটিভি অনলাইনকে এই তথ্য নিশ্চিত করেছেন শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের সার্জারি বিভাগের বিভাগের প্রধান ডা. জাহিদুল ইসলাম।
ড. জাহিদ বলেন, ‘গত ১৬ মে পেটের ব্যাথা নিয়ে বেলকুচি উপজেলার খুকনি গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে আব্দুল মোতালেব (৩৫) হাসপাতালে আসেন। পরে পরীক্ষা করে দেখা যায়, তার পেটের মধ্যে অনেক গুলো কলম রয়েছে। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। গত ২৫ মে কোনো অপারেশন না করে এন্ডোস্কপির মাধ্যমে একে একে তার পেট থেকে বের করে আনা ১৫টি কলম।’

আব্দুল মোতালেব মানসিক রোগী উল্লেখ করে এই চিকিৎসক বলেন, ‘আব্দুল মোতালেব বিভিন্ন সময় রাস্তা থেকে কুড়িয়ে খাদ্য ভেবে কলমগুলো খেয়ে ফেলেছিলেন। তিনি হাসপাতালে চিকিৎসাধীন। তবে, সুস্থ অবস্থায় আছেন।’