সেফটিক ট্যাংকে পরে রাজধানীতে দুই শ্রমিকের মৃত্যু

Looks like you've blocked notifications!
শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ। ছবি : এনটিভি

রাজধানীর উত্তরখানে বাবুর্চির মোড়ে একটি নির্মাণাধীন ভবনের সেফটিক ট্যাংকে পড়ে মধু (৪২) ও আব্দুস সামাদ(৫০) নামে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ রোববার (২৮ মে) সকাল ১০টার দিকে ফায়ার সার্ভিস এসে তাদের মরদেহ উদ্ধার করে। 

উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আবুল কালাম বলেন, আজ রোববার (২৮ মে) সকাল ১০টার দিকে খবর পাই- উত্তরখানের বাবুর্চি মোড় এলাকায় একটি নির্মাণাধীন ভবনের নিচতলায় সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে বিষাক্ত গ্যাসের কারণে দুই শ্রমিক আর উপরে উঠতে পারেনি। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে মধু ও আব্দুস সামাদ নামে দুজনের মরদেহ উদ্ধার করে। 

ওসি কাজী আবুল কালাম আরও বলেন, ওই দুই শ্রমিকের মরদেহ সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।