সুষ্ঠু নির্বাচন নিয়ে সারা বিশ্ব এখন সোচ্চার : আমীর খসরু
‘অবাধ, সুষ্ঠু নির্বাচন নিয়ে সারা বিশ্ব এখন সোচ্চার’ উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘ভারত, শ্রীলঙ্কা, ভুটান এমনকি পাকিস্তানের নির্বাচন নিয়ে কেউ কথা বলে না। শুধু বাংলাদেশের নির্বাচন নিয়ে সবাই কথা বলে। বাংলাদেশের নির্বাচন অর্থপাচার ও অনিয়মের বিষয়ে সবাই কথা বলছে। সব লুটপাটের টাকা যাচ্ছে আওয়ামী লীগের পকেটে আর জনগণ দুবেলা খেতে পারছে না—নিঃস্ব হচ্ছে, অভুক্ত থাকছে।’
আজ রোববার (২৮ মে) বিকেলে ময়মনসিংহ পলিটেকনিক কলেজ মাঠের জনসভায় এসব কথা বলেন আমীর খসরু মাহমুদ চৌধুরী।
ময়মনসিংহ মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন্নবী খান সোহেল, সাংগাঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সহসাংগঠনিক সম্পাদক ওয়ারেস আলী মামুন, শরিফুল আলম, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ডা. মাহবুবুর রহমান লিটন, যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন বাবলু, মহানগরের যুগ্ম আহ্বায়ক ওয়াহাব আকন্দ, উত্তর জেলার যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার, নেত্রকোনা জেলা বিএনপির আহ্বায়ক ডা মো আনোয়ারুল হক, সাবেক সংসদ সদস্য শাহ শহীদ সারোয়ার প্রমুখ।
আমীর খসরু বলেন, ‘এবারে ১৭ নেতাকর্মীকে খুন করা হয়েছে, ৪৯ হাজার নেতাকর্মীর নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, বাড়িঘর ভেঙেছে। এত কিছুর পরও নেতাকর্মীরা মনোবল হারায়নি। আওয়ামী লীগের মতো দল রাজনৈতিকভাবে ধ্বংস হয়েছে। পুলিশের একটি অংশ দেশ চালায়, দুর্নীতিবাজ ব্যবসায়ীরা দেশ চালায়। বিএনপি বাংলাদেশে এখন সবচেয়ে শক্তিশালী দল। আগামী দিনে আওয়ামী লীগের পরাজয় সুনিশ্চিত। দেশের অভ্যন্তরীণ বিষয় ভোটাধিকার, মানবাধিকার, অর্থনীতির অধিকার ফিরে পাওয়া এবং বাকস্বাধীনতার জন্য গড়ে ওঠা আন্দোলন আজ বৈশ্বিক আন্দোলনে রূপ নিয়েছে। মানবাধিকারের জন্য প্রথমবার স্যাংশন এলো র্যাব মানে সরকারের ওপর। বিশ্ব গণতান্ত্রিক সম্মেলনে বাংলাদেশকে ডাকে না। বাংলাদেশের মানসম্মান, ভাবমূর্তি নষ্ট হয়েছে স্যাংশনের মাধ্যমে। এখন বিএনপির বিরুদ্ধে উল্টো নালিশ করছে তারা। ভিসা নিষেধাজ্ঞায় খবর হয়ে গেছে।’
এই বিএনপিনেতা আরও বলেন, ‘মানবাধিকার লঙ্ঘনের ছবি তুলে রাখবেন, আমাদের জানাবেন; আমরা ব্যবস্থা নিব। বিচারককে পর্যন্ত বিচারিক অব্যবস্থপনার জন্য ভিসা নিষেধাজ্ঞার আঙুল তোলা হয়েছে। সভা-সমাবেশে বাধাবিপত্তিকারীর বিচার হবে। তাদের চিহ্নিত করতে হবে। তাদের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিতে হবে। গত ৩ মে শেখ হাসিনাকে ভিসার বিধিনিষেধ বিষয়ে জানানো হয়েছে। পরে তাদের ওয়েবসাইটে দিয়েছে আমেরিকা। এরপর আমরা জানতে পেরেছি।’
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিদ্যুতের লোডশেডিং, দুর্নীতি, মিথ্যা ও গায়েবি মামলায় গ্রেপ্তার, সরকারের পদত্যাগ এবং নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবিতে এই জনসভার আয়োজন করে ময়মনসিংহ উত্তর-দক্ষিণ জেলা ও মহানগর বিএনপি।
সভা শুরুর আগে খণ্ড খণ্ড মিছিল নিয়ে ব্যানার, ফেস্টুন সহকারে আসতে থাকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। জনসভায় জেলার ১৩টি উপজেলা ছাড়াও পাশের জেলাগুলো থেকে বিপুল নেতাকর্মী এসে যোগ দেয়।