প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন আজমত উল্লা খান

Looks like you've blocked notifications!
গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজের লেখা বই তুলে দিচ্ছেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. আজমত উল্লা খান। ছবি : ফোকাস বাংলা

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. আজমত উল্লা খান। আজ রোববার (২৮ মে) দুপুরে গণভবনে শেখ হাসিনার সঙ্গে দেখা করেন  গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে পরাজিত এই মেয়রপ্রার্থী।

এ সময় আজমত উল্লা তার লেখা দুটি বই, ‘বঙ্গবন্ধুর নেতৃত্বগুণ : আদর্শ ব্যক্তি ও জাতি গঠনে অনুকরণীয় দৃষ্টান্ত’ এবং ‘রাজনীতির মহাকবি স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’ প্রধানমন্ত্রীকে হস্তান্তর করেন।

সদ্য শেষ হওয়া গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ছিলেন অ্যাডভোকেট মো. আজমত উল্লা খান। তিনি সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মা জায়েদা খাতুনের কাছে পরাজিত হয়েছেন। আজমত উল্লা খান পেয়েছেন দুই লাখ ২২ হাজার ৭৩৭ ভোট। অন্যদিকে, জায়েদা খাতুন পেয়েছেন দুই লাখ ৩৮ হাজার ৯৩৪ ভোট।