ভৈরবে বিদেশি পিস্তল-গুলিসহ ডাকাত গ্রেপ্তার

Looks like you've blocked notifications!
কিশোরগঞ্জের ভৈরবে দেশি পিস্তল ও তিন রাউন্ডগুলিসহ আব্দুল্লাহ জুয়েল নামে এই ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি : এনটিভি

কিশোরগঞ্জের ভৈরবে একটি বিদেশি পিস্তল ও তিন রাউন্ডগুলিসহ আব্দুল্লাহ জুয়েল (৩৪) নামে এক ডাকাতকে গ্রেপ্তার করেছে বলে জানিয়েছে পুলিশ। গতকাল শনিবার রাত পৌনে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের কালিকাপ্রসাদ ইউনিয়নের গাজীরটেক ব্রিজের উপর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আজ রোববার (২৮ মে) দুপুরে ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাকছুদুল আলম এক সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান।

ওই সংবাদ সম্মেলনে ওসি জানান, গ্রেপ্তার করা জুয়েল একজন চিহ্নিত ডাকাত। তাঁকে আটকের পর দেহ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল ও তিন রাউন্ড গুলি পাওয়া যায়।

আব্দুল্লাহ জুয়েলের বিরুদ্ধে ভৈরব থানাসহ বিভিন্ন থানায় পাঁচটি ডাকাতি মামলা ও একটি অস্ত্র আইনে মামলা আছে। এরমধ্যে অস্ত্র আইনে করা মামলায় তিনি পলাতক ছিলেন।  

আব্দুল্লাহ জুয়েলের বাড়ি উপজেলার গজারিয়া ইউনিয়নের মানিকদী চান্দেরচর গ্রামে।