আমরা সংঘাত নয়, আলোচনার মাধ্যমে সমাধান চাই : প্রধানমন্ত্রী

Looks like you've blocked notifications!
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সোমবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শহীদ শান্তিরক্ষীদের স্বজন এবং আহতদের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন। ছবি : ফোকাস বাংলা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমরা কোনো সংঘাত চাই না, শান্তি চাই। আলাপ-আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান চাই।’

আজ সোমবার (২৯ মে) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবস-২০২৩’ উপলক্ষে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে শহীদ অফিসার ও সৈনিকদের পরিবারের সদস্য এবং আহতদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন সরকারপ্রধান।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা অস্ত্র প্রতিযোগিত চাই না। সংঘাতের ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় নারী ও শিশুরা। বাংলাদেশ সব সময় শান্তিতে বিশ্বাস করে।’

বাংলাদেশে ২০০৮ সালের পর থেকে গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘স্থিতিশীল পরিবেশ আছে বলেই দেশ এগিয়ে যাচ্ছে। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ উন্নত-সমৃদ্ধ দেশ হবে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশে হতদরিদ্র এখন ৫ দশমিক শূন্য ৭ শতাংশ। আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি। দেশে একটি মানুষও ভূমি ও গৃহহীন থাকবে না, এ লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি।’