উড়ালসড়ক থেকে পড়া রড মাথায় ঢুকে শিশুর মৃত্যু

Looks like you've blocked notifications!
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ। এনটিভির ফাইল ছবি

রাজধানীর মহাখালীতে নির্মাণাধীন উড়ালসড়কের ওপর থেকে পড়া রড মাথায় ঢুকে এক শিশু মারা গেছে। আজ সোমবার (২৯ মে) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ওই শিশুর পরিচয় জানা যায়নি। ওই শিশুর আনুমানিক বয়স ১৩ বছর।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া এসব তথ্য জানান। আবদুল কাদের নামের এক পথচারী ওই শিশুকে উদ্ধার করেন। তিনি ও পথচারীরা তাকে হাসপাতালে নিয়ে যান।

আবদুল কাদের জানান, সোমবার সকালে নির্মাণাধীন উড়ালসড়কের নিচ দিয়ে যাওয়ার সময় শিশুটির মাথায় ওপর থেকে রড পড়ে। এই রড তার মাথায় ঢুকে যায়। তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে, তার অবস্থার অবনতি হলে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর পৌনে ১টার দিকে শিশুটি মারা যায়।

বাচ্চু মিয়া বলেন, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা আছে। নিহতের নাম-পরিচয় জানা যায়নি। বিস্তারিত জানার চেষ্টা চলছে।’