কর্মসূচির অনুমতি চাইতে ডিএমপিতে গিয়ে আটক ৪ জামায়াতনেতা মুক্ত

Looks like you've blocked notifications!

রাজধানীতে আগামী ৫ জুন সমাবেশ করার কথা রয়েছে জামায়াতে ইসলামীর। এই কর্মসূচির অনুমতি চাইতে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কার্যালয়ে যান দলটির চার নেতা। তবে, কার্যালয়ে গেটেই আটক করা হয় ওই চারজনকে। প্রায় দুই ঘণ্টা আটকে রাখার পর তাদের মুক্তি দেওয়া হয়েছে।

আটক হওয়া ওই চারজন হলেন- সুপ্রিম কোর্ট বারের সাবেক সহসম্পাদক অ্যাডভোকেট সাইফুর রহমান, সাবেক সহসভাপতি ও মানবাধিকারকর্মী অ্যাডভোকেট ড. গোলাম রহমান ভূইয়া, সাবেক সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট আব্দুল বাতেন ও সাবেক সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট জালাল উদ্দীন ভূইয়া।

মুক্ত হয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক লাইভে আসেন জামায়াত নেতা অ্যাডভোকেট সাইফুর রহমান। লাইভে তিনি বলেন, ‘আমরা শান্তিপূর্ণ সভা-সমাবেশের অনুমতি নিতে ডিএমপিতে সুপ্রিম কোর্টের চারজন আইনজীবী গিয়েছিলাম। আমরা পরিচয় দেওয়ার পরও গেটে আমাদের পুলিশ ঘিরে ধরে ও আটক করে। পরে, আমাদের রমনা থানায় নিয়ে যাওয়া হয়। সেখানে আমরা পরিচয় দেওয়ার পরও বসিয়ে রাখা হয়। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ডিএমপিতে আমাদের সভা-সমাবেশের অনুমতির আবেদন জমা রাখা হয়। এরপর আমাদের ছেড়ে দেওয়া হয়।’

বিষয়টি নিয়ে ডিএমপির যুগ্ম কমিশনার (অপারেশন্স) বিপ্লব কুমার সরকার বলেন, ‘জামায়াতের বিভিন্ন নেতার নামে নানা মামলা রয়েছে। যারা এসেছিলেন, তারা কোনো মামলার আসামি কি না, তাদের বিরুদ্ধে কোনো গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে কি না, তা যাচাই করতে কিছুটা সময় লেগেছিল। তাদের আবেদন রেখে দেওয়া হয়। এরপর তারা চলে যান।’

তবে, তাদের বিক্ষোভ কর্মসূচি করার আবেদন মঞ্জুর করা হয়েছে কি না প্রশ্ন করা হলে তিনি কোনো উত্তর দিতে রাজি হননি।

এর আগে জামায়াতে প্রচার বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ জানান, কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আগামী ৫ জুন বায়তুল মোকাররমে সমাবেশ করার কথা রয়েছে। এই সমাবেশের ব্যাপারে সহযোগিতার জন্য জামায়াতের পক্ষ থেকে কয়েকজন আইনজীবী ডিএমপির সদর দপ্তরে গিয়েছিলেন। সেখান থেকে তাদের আটক করে অজ্ঞাতস্থানে নিয়ে যাওয়া হয়েছে।