উড়ালসড়ক থেকে পড়া রড মাথায় ঢুকে শিশু মৃত্যুর ঘটনায় মামলা

Looks like you've blocked notifications!
ঢাকা রেলওয়ে থানার ফাইল ছবি এনটিভির

রাজধানীর মহাখালীতে নির্মাণাধীন উড়ালসড়কের ওপর থেকে পড়া রড মাথায় ঢুকে ১২ বছর বয়সের এক অজ্ঞাতনামা শিশু মারা যাওয়ার ঘটনায় ঢাকা রেলওয়ে থানায় মামলা হয়েছে। গতকাল (২৯ মে) মামলাটি করেন চুয়াডাঙ্গার বাসিন্দা হাসিব হাসান নামে এক ব্যক্তি। ইতোমধ্যে মামলায় হাসান নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

আজ মঙ্গলবার (৩০ মে) গণমাধ্যমে এসব তথ্য জানান রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আহমেদ বিশ্বাস। তিনি বলেন, ‘এ ঘটনায় গত সোমবার রাতে রাজধানীর কমলাপুর রেলওয়ে থানায় একটি হত্যা মামলা করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে হাসান নামে এক শ্রমিককে গ্রেপ্তার করা হয়েছে।’

এর আগে গতকাল সকালে রাজধানীর মহাখালীতে নির্মাণাধীন উড়ালসড়কের ওপর থেকে পড়া রড মাথায় ঢুকে গুরুতর আহত হয় এক শিশু। অজ্ঞাত পরিচয়ের ওই শিশুকে আবদুল কাদের নামের এক পথচারী উদ্ধার করেন। পরে, তিনি ও কয়েকজন পথচারীরা তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর পৌনে ১টার দিকে শিশুটি মারা যায়।