আমরা জ্ঞানভিত্তিক স্মার্ট বাংলাদেশ গড়তে চাই : প্রধানমন্ত্রী 

Looks like you've blocked notifications!
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গাজীপুরের আইইউটি বিশ্ববিদ্যালয়ের ৩৫তম সমাবর্তনে বক্তব্য দেন। ছবি : পিআইডি

ক্ষমতাসীন সরকার জ্ঞানভিত্তিক স্মার্ট বাংলাদেশ গড়তে চায় বলে জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ মঙ্গলবার (৩০ মে) ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) ৩৫তম সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিয়ে সরকারপ্রধান এ কথা বলেন। 

শেখ হাসিনা বলেন, ‘সরকার জ্ঞানভিত্তিক স্মার্ট বাংলাদেশ গড়তে চায়। এই স্মার্ট বাংলাদেশে স্মার্ট সরকার, স্মার্ট অর্থনীতি, স্মার্ট জনসংখ্যা, স্মার্ট সমাজ ও স্মার্ট জনশক্তি থাকবে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে বিজ্ঞান ও আধুনিক প্রযুক্তির উন্নয়নে যথাযথভাবে এই সম্পদ ব্যবহার করতে হবে। আমি বিশ্বাস করি, আমরা এটা করতে পারব। ইসলামের স্বর্ণযুগে বিশ্ব সভ্যতা, বিজ্ঞান, ইতিহাস, সাহিত্য, দর্শন, রসায়ন, গণিত, চিকিৎসা, জ্যোতির্বিদ্যা ও ভূগোলসহ জ্ঞানের আরও অনেক শাখায় মুসলিম স্কলারদের ব্যাপক অবদান রয়েছে, যা আমাদের মুসলিমদের ঐতিহ্যের গৌরবময় ইতিহাস গড়েছে।’

মুসলিম উম্মাহর পতনের কারণ জানিয়ে সরকারপ্রধান বলেন, ‘মুসলিম দেশগুলোর মধ্যে অভ্যন্তরীণ দ্বন্দ্ব, পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও জ্ঞান-বিজ্ঞানের অভাব রয়েছে। এসব ছাড়াও আরও অনেক বিষয়, মুসলিম উম্মাহর পতনের কারণ হয়ে দাঁড়িয়েছে। এ হারানো গৌরব পুনরুদ্ধারের জন্য আমাদের মুসলিম উম্মাহকে মতভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পাশাপাশি মুসলিম দেশগুলোকে বিশেষ করে তাদের নিজস্ব শিক্ষার্থীদের শিক্ষা ও বিজ্ঞান এবং আধুনিক প্রযুক্তির বিকাশে আরও বেশি বিনিয়োগ করতে হবে। 

ওআইসির মহাসচিব ও আইইউটি বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর হোসেন ব্রাহিম তাহার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবর্তনে আরও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়টির ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল ইসলাম, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও শিক্ষামন্ত্রী ড. দীপু মনি।