দেশের ৮ পৌরসভার ভোট ১৭ জুলাই

Looks like you've blocked notifications!
নির্বাচন ভবন। ফাইল ছবি

দেশের আট পৌরসভায় আগামী ১৭ জুলাই নির্বাচন অনুষ্ঠিত হবে। এদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) একটানা ভোট গ্রহণ হবে পৌরসভাগুলোতে।

নির্বাচন কমিশনের (ইসি) উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে আজ বুধবার (৩১ মে) নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।

তফসিল অনুযায়ী, আট পৌরসভায় নির্বাচনের জন্য মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৮ জুন। মনোনয়নপত্র বাছাই হবে ১৯ জুন, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৫ জুন এবং ভোট গ্রহণ হবে ১৭ জুলাই।

যে ৮ পৌরসভায় ভোট

ইসির ঘোষণা অনুসারে, সেদিন পিরোজপুর জেলার ভান্ডারিয়া ও মঠবাড়িয়া পৌরসভা, চট্টগ্রামের দোহাজারী, শরীয়তপুরের গোসাইরহাট, কুমিল্লার দেবিদ্বার, চাঁদপুরের ছেংগারচর, যশোরের বেনাপোল ও সিরাজগঞ্জের তাড়াশ পৌরসভায় ভোট হবে।