আমরাও স্বচ্ছ ও সুন্দর নির্বাচন চাই, মার্কিন রাষ্ট্রদূতকে স্বরাষ্ট্রমন্ত্রী

Looks like you've blocked notifications!
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ফাইল ছবি

ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারও দেশে একটি স্বচ্ছ ও সুন্দর নির্বাচন চায় বলে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আজ বুধবার (৩১ মে) সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। এসময় মার্কিন রাষ্ট্রদূতকে এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচনকে স্বচ্ছ ও অবাধ করার বিষয়ে যুক্তরাষ্ট্র একটি নতুন ভিসা নীতি ঘোষণা করেছে। এ ভিসা নীতির বিষয়ে আমাদের প্রতিক্রিয়া জানতে এসেছিলেন রাষ্ট্রদূত পিটার হাস। তিনি (পিটার হাস) আমাকে জানিয়েছেন, কাউকে উদ্দেশ্য করে এ ভিসা নীতি করা হয়নি। নির্বাচন যাতে সুন্দর ও স্বচ্ছ হয়, তা নিশ্চিত করতেই এ নীতি করা হয়েছে।’

আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘আমি তাকে (পিটার হাস) স্পষ্ট করে বলেছি, ভিসা যার যার দেশের একটি নিজস্ব ব্যাপার। সেই দেশে কাকে ঢুকতে দেবে, কাকে দেবে না, সেটি সেই দেশই জানে। ভিসা সম্পর্কে তারা যে ঘোষণা দিয়েছেন, এটি তাদের নিজস্ব ব্যাপার। এ বিষয় নিয়ে আমাদের কিছু বলার নেই। আমরাও বিশ্বাস করি, দেশে আগামী নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হবে। কোনো ষড়যন্ত্র, কোনো ধরনের মাসলসম্যানের অভ্যুত্থান কিংবা বন্দুকের নল নয়, জনগণের ম্যান্ডেট নিয়েই একটি ভালো নির্বাচন হোক। আওয়ামী লীগ কখনো ষড়যন্ত্রে বিশ্বাস করে না। আমরা জনগণের ম্যান্ডেটে বিশ্বাস করি।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বৈঠকে কয়েকটি দেশের রাষ্ট্রদূতের অতিরিক্ত নিরাপত্তার বিষয়টি নিয়েও আলোচনা হয়েছে। হঠাৎ করে কেন তার সড়ক নিরাপত্তা তুলে নেওয়া হয়েছে, সে বিষয়েও তিনি জানতে চেয়েছেন। আমি তাকে জানিয়েছি, আমরা সিস্টেমটি পরিবর্তন করেছি। আমরা কূটনীতিক পাড়ায় কোনো ধরনের নিরাপত্তা ত্রুটি হতে দেবো না। কূটনৈতিক পাড়া ও তাদের চলাচল যাতে নিরাপদ থাকে, সেই ব্যবস্থা আমরা করব। কূটনীতিকদের নিরাপত্তা ও নির্বিঘ্নে চলাচলের বিষয়ে আমরা সবসময় সতর্ক আছি। আমাদের অঙ্গীকার হলো- সব রাষ্ট্রদূত যাতে নিশ্চিন্তে নিরাপদে থাকেন, তার ব্যবস্থা করা।’