সিএনজিচালিত অটোরিকশা চোরচক্রের ৮ সদস্য গ্রেপ্তার

Looks like you've blocked notifications!
সিলেটের সংবদ্ধ চোরচক্রের এই ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে চাঁদপুরের হাজীগঞ্জ থানা পুলিশ। ছবি : এনটিভি

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় চুরি যাওয়া তিনটি সিএনজিচালিত অটোরিকশা ও চোরাই কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকারসহ সিলেটের সংবদ্ধ চোরচক্রের আট সদস্যকে গ্রেপ্তার করেছে চাঁদপুরের হাজীগঞ্জ থানা পুলিশ। আজ বুধবার (৩১ মে) দুপুরে  জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিষয়টি তুলে ধরেন পুলিশ সুপার মো. মিলন মাহমুদ।

গ্রেপ্তার করা ব্যক্তিরা হলেন আনহার আলী (৩৫), বিল্লাল আহম্মদ ওরফে কালা বিল্লাল (৩৪), বিল্লাল হোসেন (২৪), মো. নজরুল খান (২৬), মো. সোহান মিয়া (২৪), মো. শিমুল আহম্মদ (২৪), আবুল বাছিত (৪০) ও মো. আলমগীর আহম্মদ (২৬)। তাদের সবার বাড়ি সিলেট জেলার বিভিন্নস্থানে। তবে এই ঘটনার নেতৃত্বদানকারী চোরচক্রের প্রধান মো. সজলু মিয়া ও ঊষার আলী পলাতক রয়েছেন।

পুলিশ সুপার জানান, গত ২৬ মে হাজীগঞ্জ উপজেলার দক্ষিণ রায়চো এলাকায় শরীফ হোসেনের একটি সিএনজিচালিত অটোরিকশা বাড়ি থেকে চুরি হয়। এ বিষয়ে থানায় অভিযোগ এলে পরে জানা যায় আরও দুটি সিএনজিচালিত অটোরিকশা চুরি হয়েছে। পরে হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জোবাইর সৈয়দের নেতৃত্বে পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় কুমিল্লা ও সিলেটের বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তিনটি সিএনজিচালিত অটোরিকশা ও  চোরাই কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করে।

আজ বিকেলে গ্রেপ্তার চোরদের চাঁদপুর আদালত সোপর্দ করা হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) পংকজ কুমার দে, চাঁদপুর ডিআইও-১ মনিরুল ইসলাম, হাজীগঞ্জ থানার ওসি মোহাম্মদ জোবাইর সৈয়দ, উপপরিদর্শক মো. মিজবাহুল আলম ও চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি এ এইচ এম আহসান উল্লাহসহ প্রিন্ট ও ইক্টেনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা।