৯৯৯ নম্বরে ফোন পেয়ে গভীর সমুদ্র থেকে ২১ জেলেকে উদ্ধার

Looks like you've blocked notifications!
বঙ্গোপসাগর থেকে উদ্ধার হওয়া ২১ জেলে। ছবি : ইউএনবি

জাতীয় জরুরি সেবার ৯৯৯ নম্বরে ফোন পেয়ে গভীর সমুদ্রে ১৫ দিন ধরে ভেসে থাকা ২১ জন জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড। গতকাল বুধবার (৩১ মে) বঙ্গোপসাগর থেকে তাদের উদ্ধার করা হয়।

জানা গেছে, মাছ ধরার সময় সমুদ্রের মাঝখানে ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় বঙ্গোপসাগরে ১৫ দিন ধরে ভেসে ছিলেন ওই ২১ জেলে।

কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া অফিসার লেফটেন্যান্ট কমান্ডার আবদুর রহমান জানান, গত ১৬ মে এমভি জুনায়েদ নামের একটি ফিশিং ট্রলার ভোলা থেকে সাগরের উদ্দেশে রওনা হয়। কিন্তু মাঝ সাগরে যাওয়ার পর হঠাৎ করে ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে যায়। তারপর থেকে সমুদ্রে ভাসছিলেন তারা।

লেফটেন্যান্ট কমান্ডার আবদুর রহমান বলেন, ‘জেলেরা কোনোভাবে জাতীয় জরুরি সেবাকে (৯৯৯) কল করতে সক্ষম হয়। খবর পেয়ে কোস্টগার্ড গভীর সাগর থেকে ২১ জেলেসহ ট্রলারটিকে উদ্ধার করে। মালিকের সঙ্গে আলোচনা করে জেলেসহ ট্রলারটি হস্তান্তর করা হবে। এছাড়া প্রাথমিকভাবে জেলেদের চিকিৎসা ও খাবার দেওয়া হচ্ছে।’