যশোর সীমান্তে ‘ভারতে পাচারকালে’ ১৪ স্বর্ণের বার উদ্ধার

Looks like you've blocked notifications!
যশোরের শার্শার পাঁচ ভূলাট সীমান্ত থেকে উদ্ধার হওয়া স্বর্ণের বার। ছবি : এনটিভি

ভারতে পাচারের সময় যশোরের শার্শা উপজেলার পাঁচ ভূলাট সীমান্ত থেকে এক কেজি ৬৩০ গ্রাম ওজনের ১৪টি স্বর্ণের বার উদ্ধার করেছে বিজিবি। গতকাল বুধবার (৩১ মে) দিনগত রাত সাড়ে ১১টার দিকে বিজিবি অভিযান চালিয়ে স্বর্ণের বারগুলো উদ্ধার করে।
বিজিবি জানায়, শার্শার পাঁচ ভূলাট সীমান্ত দিয়ে বিপুল স্বর্ণ পাচার হয়ে ভারতে যাচ্ছে–এমন খবরে বিজিবির একটি টহল দল সীমান্তের ৮৮ মেইন পিলারের পাশে ৩০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গোপনে অবস্থান নেয়। সীমান্তের শূন্য লাইনের দিকে একজনকে আসতে দেখে বিজিবি তাকে থামতে বলে। পরে ওই ব্যক্তি বিজিবির উপস্থিতি টের পেয়ে ইছামতি নদীতে ঝাঁপ দিলে তার কাছে থাকা একটি ব্যাগ পড়ে যায়। ব্যাগটি ক্যাম্পে নিয়ে তল্লাশি করে ১৪ পিস স্বর্ণের বার পাওয়া যায়, যার ওজন এক কেজি ৬৩০ গ্রাম।
খুলনার ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর রহমান বলেন, ‘শার্শার পাঁচ ভূলাট সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় একটি স্বর্ণের চালান মালিকবিহীন উদ্ধার করা হয়েছে। স্বর্ণের চালানটি শার্শা থানায় জমা দেওয়া হয়।’