পল্লীবিদ্যুতের সঞ্চালন লাইনে লাইনম্যানের মরদেহ

Looks like you've blocked notifications!
কিশোরগঞ্জের হোসেনপুরে পল্লীবিদ্যুতের সঞ্চালন লাইনে ঝুলে আছে লাইনম্যানের মরদেহ। ছবি : এনটিভি

কিশোরগঞ্জের হোসেনপুরে পল্লীবিদ্যুতের সঞ্চালন লাইনে কাজ করার সময় বিদ্যুৎস্পর্শে লাইনম্যান নিহত হয়েছেন। আজ শুক্রবার (২ জুন) দুপুরে উপজেলা সদরের মডেল মসজিদে লাইন নেওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহত লাইনম্যান আব্দুল হাদি (২০) ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাঁচভাগ ইউনিয়নের শাকচূড়া গ্রামের ফজলু মিয়ার ছেলে।

পল্লীবিদ্যুতের হোসেনপুর অঞ্চলের ডিজিএম আবদুল্লাহ আল আমিন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আজ দুপুরে উপজেলা সদরের মডেল মসজিদে লাইন নেওয়ার জন্য ঠিকাদার আমিনুল ইসলামের কর্মী লাইনম্যান আব্দুল হাদি ১১ কেভি লাইনে কাজ করতে গেলে এ দুর্ঘটনা ঘটে। ঝুকিপূর্ণ খোলা লাইনটির তারে কোনো রাবারের কভার ছিল না। ঠিকাদার আগে জানালে বিদ্যুৎ সঞ্চালন বন্ধ রাখা হতো। তাহলে এ দুর্ঘটনা ঘটত না। বিদ্যুৎ সংযোগের কাজ করতে গিয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হওয়ায় তার মরদেহ বিদ্যুতের খুঁটিতে তারের উপরেই ঝুলছিল।

দুর্ঘটনার সংবাদ পেয়ে বিদ্যুৎ সংযোগ বন্ধ করার পর স্থানীয় ফায়ার সর্ভিস কর্মীরা তাঁর মরদেহ নিচে নামিয়ে আনেন বলে জেলা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবুজর গিফারী নিশ্চিত করেছেন। খবর পেয়ে নিহত হাদির স্বজনরা ঘটনাস্থলে ছুটে আসেন।

পল্লীবিদ্যুৎ সমিতির কিশোরগঞ্জ অঞ্চলের মহাব্যবস্থাপক প্রকৌশলী মো. জুলফিকার বলেন, দুর্ঘটনার বিষয়ে তদন্ত হবে। পল্লী বিদ্যুতের কারও গাফিলতির কারণে এ দুর্ঘটনা ঘটলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। আব্দুল হাদির মরদেহ ময়নাতদন্ত করা হবে বলে জানিয়েছেন তিনি।