বলপয়েন্টের দাম না বাড়ানোর দাবি তোলা হবে : শিক্ষামন্ত্রী

Looks like you've blocked notifications!
চাঁদপুর আলআমিন স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে আজ শনিবার প্রধান অতিথির বক্তব্য দেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। ছবি : এনটিভি

বাজেট পরবর্তী আলোচনায় বলপয়েন্টের দাম না বাড়ানোর দাবি তোলা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। আজ শনিবার (৩ জুন) দুপুরে চাঁদপুর আলআমিন স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।

শিক্ষামন্ত্রী বলেন, ‘আমরা নতুন শিক্ষাক্রম তৈরি করেছি। প্রযুক্তি ও অবকাঠামো উন্নয়ন করা হয়েছে। সবচেয়ে জরুরি যেটি, শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। সব মিলিয়ে যেটি আমাদের বেশি দরকার, সেটি হলো গবেষণা। এবারও গবেষণায় বরাদ্দ রাখা হয়েছে। বিশ্বাস করি, বিশ্ববিদ্যালয়গুলো বিগত দিনে যে বরাদ্দ নিয়ে কাজে লাগাতে পারেনি, এবার তা কাজে লাগাতে পারবে। আমরা গবেষণা ও উদ্ভাবনে আরও এগিয়ে যাব।’

এ সময় উপস্থিত ছিলেন—জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মিলন মাহমুদ, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ইউসুফ গাজী, ডা. জেআর ওয়াদুদ টিপু, চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর অসিতবরণ দাশ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, অ্যাডভোকেট মজিবুর রহমান ভূইয়া, আলআমিন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সাইফুল ইসলাম, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি এএইচএম আহসান উল্লাহ।