অনেক দেশ থেকে আমরা ভালো আছি : বাণিজ্যমন্ত্রী
দেশেও প্রায় প্রত্যেকটি নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে। তবে, বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় অনেক দেশ থেকে আমরা ভালো আছি বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। আজ শনিবার (৩ জুন) মৌলভীবাজারের শ্রীমঙ্গলে টি-রিসোর্ট অ্যান্ড মিউজিয়ামের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি।
টিপু মুনশি বলেন, ‘দাম শুধু বাংলাদেশে বেড়েছে এমনটা নয়। সারা বিশ্বে ভোগ্য পণ্যের দাম বেড়েছে। বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় অনেক দেশ থেকে আমরা ভালো আছি। নিম্ন আয়ের মানুষের কথা চিন্তা করে সরকার ভর্তুকি দিয়ে টিসিবির মাধ্যমে স্বল্পমূল্যে এক কোটি পরিবারের কাছে নিত্য প্রয়োজনীয় পণ্য সরবরাহ করা হচ্ছে। এটি অব্যাহত থাকবে।’
শ্রমিক কল্যাণবান্ধব চা শিল্প গড়ে তোলার জন্য চা বাগান মালিকসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, ‘প্রতিবছর ঢাকায় চা দিবসের অনুষ্ঠান হয়। তবে, চায়ের রাজধানী হিসেবে পরিচিত শ্রীমঙ্গলে জাতীয় চা দিবসের মূল অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। চায়ের গুণগত মান ঠিক রেখে চা পাতা উত্তোলন, উৎপাদন ও বাজারজাতকরণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’
চা উৎপাদন বৃদ্ধির কারণ সম্পর্কে টিপু মুনশি বলেন, ‘দেশে যেসব চা বাগান রয়েছে সেগুলোতে আগের তুলনায় চা উৎপাদন বেশি হচ্ছে। এ ছাড়া উত্তরাঞ্চলে বিশেষ করে পঞ্চগড়ে দেশের মোট চা উৎপাদনের প্রায় ১৯ শতাংশ উৎপাদিত হচ্ছে। এই কারণে দেশে দিন দিন চা উৎপাদন বৃদ্ধি পাচ্ছে।’
দেশে চায়ের কতটুকু চাহিদা রয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, ‘বর্তমানে দেশে ৯০-৯৫ মিলিয়ন কেজি চায়ের চাহিদা রয়েছে। এ চাহিদা দেশে উৎপাদিত চায়ের মাধ্যমেই পূরণ করা যাচ্ছে। এ বছর দেশে ১০০ মিলিয়ন কেজির বেশি চা উৎপাদন হবে বলে আমি আশা করছি।’ এ সময় দেশে প্রথমবারের মত চালুকৃত ‘জাতীয় চা পুরস্কার’ পুরস্কার প্রাপ্তদের নাম ঘোষণা করেন বাণিজ্যমন্ত্রী।