‘চিলাহাটি এক্সপ্রেস’ ট্রেন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

Looks like you've blocked notifications!
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রোববার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের উদ্বোধন করেন। ছবি : বাসস

পতাকা উড়িয়ে ও বাঁশি বাজিয়ে ঢাকা-চিলাহাটি-ঢাকা রুটে ‘চিলাহাটি এক্সপ্রেস’ নামে একটি নতুন আন্তঃনগর ট্রেনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রোববার (৪ জুন) গণভবন থেকে ভার্চুয়ালি চিলাহাটি রেলওয়ে স্টেশনে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে এ ট্রেনের চলাচল উদ্বোধন করেন তিনি।

৮০০ যাত্রী ধারণ ক্ষমতার চিলাহাটি এক্সপ্রেস ট্রেন সপ্তাহে ছয় দিন ঢাকা-চিলাহাটি-ঢাকা রুটে চলাচল করবে। বর্তমানে ঢাকা-চিলাহাটি রুটে মালবাহী ট্রেন এবং আন্তঃসীমান্ত ট্রেন ‘মিতালী এক্সপ্রেস’ চলাচল করে।

নীলফামারীর চিলাহাটি থেকে অনুষ্ঠানে রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন, নীলফামারী-২ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূরসহ স্থানীয় সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।

মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়া অনুষ্ঠানটি পরিচালনা করেন এবং গণভবন থেকে স্বাগত বক্তব্য দেন রেলওয়ে সচিব মুহাম্মদ হুমায়ুন কবীর।