সাবেক সেনা কর্মকর্তার চুরি যাওয়া অস্ত্র ৪ বছর পর উদ্ধার

Looks like you've blocked notifications!
উদ্ধার করা অস্ত্র। ছবি : পিবিআই

সাবেক সেনা কর্মকর্তার চুরি যাওয়া লাইসেন্সকৃত অস্ত্র চার বছর পর উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) ঢাকা মেট্রো (উত্তর)। বরিশালের গৌরনদী থেকে গতকাল শনিবার (৩ জুন) এই অস্ত্র উদ্ধার করা হয়। এসময় তারেক হাওলাদার (২১) নামের একজনকে গ্রেপ্তার করা হয়।

আজ রোববার দুপুরে রাজধানীর আগারগাঁও এলাকায় পিবিআই ঢাকা মেট্রো উত্তর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্থাটির বিশেষ পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম।

মো. জাহাঙ্গীর আলম জানান, ২০১৯ সালের ১৭ সেপ্টেম্বর রাতে বাসা বন্ধ করে গুলশানের ল্যাব এইড হাসপাতালে নিজ চেম্বারে যান বিগ্রেডিয়ার (অব.) জেনারেল মো. সামছুল হুদা (৬৩)। পরে রাতে বাসায় ফিরে ভেতর থেকে বাসা বন্ধ পান। তালা মিস্ত্রী ও বাসার কেয়ারটেকারে সহযোগিতায় বাসার তালা খুলতে ব্যর্থ হন। পরে বাসার পেছনে গ্রিল কাটা দেখেন। পরে কাটা গ্রিলের ভেতর দিয়ে রুমের ভিতর প্রবেশ করে দরজা খুলে দেন সেনা কর্মকর্তার গাড়ি চালক। বাসায় ঢুকে দেখেন, তার বেডরুমের আলমারীর ড্রয়ার বিছানায় পড়ে আছে এবং আলমারী খোলা ও তছনছ করা।

মো. জাহাঙ্গীর আলম আরও বলেন, আলমারীর ড্রয়ার থেকে চোর ব্যাংক থেকে তোলা নগদ ১৮ লাখ টাকা, গ্রামের বাড়ি থেকে আনা ১৪ লাখ, দুই লাখ টাকা দামের দুটি ঘড়ি ও বিভিন্ন দেশের মুদ্রাসহ প্রায় ৫৬ লাখ ৫০ হাজার টাকা এবং ড্রয়ারে থাকা এই কর্মকর্তার নামে লাইসেন্স করা একটি  বিদেশি পিস্তল, ৫০ রাউন্ড গুলি ও দুটি ম্যাগজিন চুরি করে নিয়ে যায়।

এই ঘটনায় সাবেক সেনা কর্মকর্তা ভাসানটেক থানায় মামলা করেন। মামলাটি প্রথমে থানা পুলিশ তদন্তে করলেও পরে আবেদনের প্রেক্ষিতে মামলার তদন্তের দায়িত্ব পায় পিবিআই। পরে গতকাল শনিবার ওই অস্ত্র উদ্ধার হয়।