হিলি স্থলবন্দর দিয়ে পণ্য পরিবহণ বন্ধ

Looks like you've blocked notifications!
এই পথ দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম হয়। ছবি : এনটিভি

বাংলাদেশে প্রবেশের পর বিভিন্ন সুযোগ-সুবিধার দাবিতে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পণ্য পরিবহণ বন্ধ রেখেছেন ভারতীয় ট্রাকচালকরা। আজ রোববার সকাল থেকে তারা এই কার্যক্রম বন্ধ রাখেন। ফলে দুই দেশের মধ্যে পণ্য আমদানি- রপ্তানি বন্ধ রয়েছে।

ভারতীয় ট্রাকচালক আমজাদ হোসেন, জাহিরুল ইসলাম ও আনোয়ার মণ্ডল বলেন, ‘আমরা ভারত থেকে প্রতিদিন পণ্যবাহী ট্রাক নিয়ে বাংলাদেশের হিলি স্থলবন্দরের ওয়্যারহাউজ ‘পানামা পোর্টে’ প্রবেশ করি। সেখানে আমদানিকারকরা সময়মতো ট্রাক থেকে পণ্য খালাস না করায় দীর্ঘদিন ধরে অপেক্ষা করতে হয়। এ কারণে থাকা, খাওয়ার কষ্ট হয়। আমরা বাজার করার জন্য পানামা পোর্টের বাইরে যেতে চাইলে যেতে দেওয়া হয় না। এ নিয়ে গতকাল শনিবার (৩ জুন) পানামা পোর্টের লোকজনের সঙ্গে কথা বলতে গেলে কতিপয় শ্রমিক আমাদের ড্রাইভারদের উপর চড়াও হয়। তাই আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আজ রোববার সকাল হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশে ট্রাকের মাধ্যমে সব ধরনের পণ্য পরিবহণ না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

এদিকে হিলি স্থলবন্দরের পানামা পোর্টের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন মল্লিক বলেন, ‘ভারতীয় ট্রাকচালকদের কী সমস্যা আছে, সেটি তারা আমাদের জানায়নি। কিন্তু গতকাল শনিবার (৩ জুন) বিকেলে হঠাৎ করেই তারা মারমুখি হয়ে পানামা পোর্টের গেটে অবস্থান নেয়। এ কারণে রাস্তায় ব্যাপক যানজট সৃষ্টি হয় এবং আমদানি-রপ্তানি পণ্যবাহী ট্রাকগুলো পানামা পোর্টে ঢুকতে ও বের হতে পারেনি। ফলে রাস্তায় মানুষের চলাচল ও পানামা পোর্টের বিভিন্ন কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি হলে দায়িত্বরত নিরাপত্তাকর্মীরা তাদের সরিয়ে দেয়। ট্রাকচালকরা মিথ্যা অভিযোগ ও অন্যায় দাবি-দাওয়া করছে।’

জনসংযোগ কর্মকর্তা জানান, রাষ্ট্রের নিরাপত্তাসহ কিছু বিধি-নিষেধ থাকায় ট্রাকচালকদের বাইরে যেতে দেওয়া হয় না। এর আগে তারা বাইরে গিয়ে বিভিন্ন অপরাধ ও অসামাজিক কার্যকলাপে জড়িয়ে পড়েছিল। এ কারণে তাদের পানামা পোর্টে থাকা, বাজার করাসহ সব সুবিধার ব্যবস্থা করা আছে।

হিলি স্থল শুল্ক স্টেশনের একজন রাজস্ব কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, আজ রোববার সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত হিলি স্থলবন্দরের মাধ্যমে ভারত থেকে বাংলাদেশে কোনো পণ্যের ট্রাক প্রবেশ করেনি। শুনেছি ভারতীয় ট্রাকচালকরা তাদের কয়েকটি দাবি আদায়ের লক্ষ্যে পণ্য পরিবহণ বন্ধ রেখেছে। প্রতিদিন এই বন্দর দিয়ে দেড় শতাধিক ভারতীয় পণ্যবাহী ট্রাক দেশে আসে।

এদিকে বিকেল ৪টায় এই রিপোর্ট লেখা পর্যন্ত হিলি স্থলবন্দর দিয়ে দুই দেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ ছিল।