নওগাঁয় ট্রাকচাপায় অটোরিকশার ৪ যাত্রী নিহত
নওগাঁ-রাজশাহী মহাসড়কের মহাদেবপুর উপজেলার বাগাচাড়া নামক স্থানে দ্রুতগতির ট্রাকের চাপায় সিএনজিচালিত অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন। আজ সোমবার (৫ জুন) দুপুরে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন অটোরিকশার চালক সদর উপজেলার চকপাথুরিয়া গ্রামের গাজী সরদারের ছেলে পাপ্পু সরদার (৪৫), সিরাজগঞ্জ সদরের খোকশাবাড়ী এলাকার আব্দুস সালামের ছেলে নাজমুল হক (২২), সিরাজগঞ্জ সদরের শাতিকাবাড়ী এলাকার জব্বার চৌধুররীর ছেলে তানভির রহমান (৪২) এবং অপরজন অজ্ঞাত পরিচয়।
নওগাঁ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক মাহমুদুল হাসান বলেন, ‘স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আমরা দুপুর দেড়টায় ঘটনাস্থল আসি। এসে দেখি অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে আছে। পরে একে একে অটোরিকশার ভেতর থেকে চালকসহ চারজনের মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।’
মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, নওগাঁ থেকে ট্রাকটি মহাদেবপুরের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে নওগাঁ অভিমুখে আসা একটি যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলেই চালকসহ চার জন নিহত হয়। এ সময় গুরুতর আহত অবস্থায় সিরাজগঞ্জ সদরের খোকশাবাড়ী এলাকার রাকিবুল হাসান নামের একজনকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
ওসি আরও জানান, নিহত চার জনের মরদেহ নওগাঁ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এখন পর্যন্ত তাদের স্বজনরা এসে পৌঁছায়নি।। দুর্ঘটনার পর পরই ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। ট্রাকটি বর্তমানে মহাদেবপুর থানা হেফাজতে আছে। তবে চালক পালিয়ে গেছেন। তাকে আটক করতে পুলিশ ইতোমধ্যে কাজ শুরু করেছে।
এ ব্যাপারে মহাদেবপুর থানায় একটি মামলার প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।